শনিবার, ২২ মার্চ ২০২৫, ০২:৪৭ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সেপ্টেম্বরে ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
সেপ্টেম্বরে ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী


ঢাকা, ১০ আগস্ট – আগামী সেপ্টেম্বরে ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে আওয়ামী লীগের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সম্প্রতি ভারত সফর করে। ওই সফরের বিষয়ে আজ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে আব্দুর রাজ্জাক বলেন, ‘বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জি-২০ ফোরামের ভারতের কো-অর্ডিনেটর শ্রী হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি আগামী ৯-১০ সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণের বিষয়টি উল্লেখ করেন। এখানে একটি বিষয় উল্লেখ করা যায়, সাউথ এশিয়া থেকে শুধুমাত্র বাংলাদেশকে জি-২০ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।’

কৃষিমন্ত্রী বলেন, ‘জি-২০ সম্মেলনের প্রস্তুতি পর্বে ৫৬টি মিটিং হচ্ছে। যেমন আমি কৃষিমন্ত্রী হিসেবে এই কিছু দিন আগেই হায়দরাবাদে গিয়েছিলাম। জি-২০-এর কৃষিমন্ত্রীদের একটি মিটিং রয়েছে, যেখানে পৃথিবীর লিডিং দেশগুলো ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানির এগ্রিকালচারাল মিনিস্টাররা ছিল।’

তিনি বলেন, ‘এ ব্যাপারে (জি-২০ সম্মেলন) ভারত কিন্তু আমাদের যথেষ্ঠ বন্ধুত্বপূর্ণ ও সম্মানের সঙ্গে নিয়েছে এবং বাংলাদেশকেই এ সুযোগটি দিয়েছে যেখানে আন্তর্জাতিক এত বড় একটা ফোরামে আমরা আমাদের মতবিনিময় করতে পারব এবং সার্বক্ষণিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে থাকবেন, অংশগ্রহণ করবেন। শুধু বাংলাদেশের নয় বিশ্ব ভূ-রাজনীতি এবং উন্নয়ন-শান্তি-সমৃদ্ধি নিয়ে তিনি কথা বলবেন।’

এর আগে গত রোববার বিজেপির আমন্ত্রণে ভারত সফরে যায় আওয়ামী লীগের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এ প্রতিনিধিদলে ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, নির্বাহী কমিটির সদস্য মেরিনা জাহান কবিতা ও সংসদ সদস্য আরমা দত্ত।

সূত্র: আমাদের সময়
আইএ/ ১০ আগস্ট ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::সেপ্টেম্বরে ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী first appeared on DesheBideshe.



আরো খবর: