শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সেন্টমার্টিন দ্বীপে ৩ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০২২

সেন্টমার্টিনদ্বীপে চলাচলের রাস্তায় মালামাল রাখা ও দোকানের সামনে ময়লা—আবর্জনা ফেলার অপরাধে ৩টি দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার ৮ ফেব্রুয়ারী দুপুরে টেকনাফ উপজেলা সহকারী কমিশণার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফানুল হক চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।

সেন্টমার্টিনদ্বীপ ফাঁড়ির পুলিশ ও কোস্ট গার্ডের সদস্য এসময় তাঁর সাথে ছিলেন।

টেকনাফ উপজেলা সহকারী কমিশণার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফানুল হক চৌধুরী বলেন, ‘চলাচলের রাস্তায় মালামাল রাখা ও দোকানের সামনে ময়লা—আবর্জনা ফেলার অপরাধে ৩টি দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দোকানদার সরওয়ার আলমকে ১০ হাজার টাকা, মো. ইসমাইলকে ১০ হাজার টাকা, মোহাম্মদ খানকে ১০ হাজার টাকা মোট ৩টি দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে’।


আরো খবর: