বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকরা অবশেষে টেকনাফে পৌঁছেছে

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২

অবশেষে সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকরা টেকনাফে ফিরেছেন। সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় দমদমিয়া জেটিঘাট থেকে পর্যটক নিয়ে সেন্টমার্টিনে যায় ৭টি জাহাজ। সেখানে আটকে থাকা প্রায় ৩ হাজার পর্যটক নিয়ে আবার বিকেল ৩টার দিকে একে একে সব জাহাজ টেকনাফের উদ্দেশ্যে রওনা হয়ে সন্ধ্যায় টেকনাফে পৌঁছায়।

এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া।

তিনি জানান, বৈরী আবহাওয়া ও ৩ নম্বর সতর্ক সংকেতের কারণে সোমবার টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় মঙ্গলবার থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়।

ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন জানান, দুপুর ৩টায় জাহাজগুলো সেন্টমার্টিনে আটকে থাকা পর্যটক নিয়ে টেকনাফের উদ্দেশ্যে রওনা হয়েছে। সন্ধ্যা ৬টার দিকে সবগুলো জাহাজ দমদমিয়া জেটিতে এসে পৌঁছায়।

টেকনাফের ইউএনও পারভেজ চৌধুরী জানান, বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনে আটকে থাকা যাত্রীদের নিরাপদে টেকনাফে পৌঁছানোর বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া সেন্টমার্টিনে পর্যটকদের হয়রানি না করতে হোটেল-রিসোর্ট মালিকদের বলা হয়েছিল। পর্যটকরা সেন্টমার্টিন থেকে টেকনাফে এসে পৌঁছেছে। আবহাওয়া স্বাভাবিক রয়েছে, তারা নিরাপদে সন্ধ্যার দিকে পৌঁছেছেন


আরো খবর: