শিরোনাম ::
মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল টেকনাফের বসতঘরের আঙিনায় মাদকের টাকার জন্য মা’কে খুন: হত্যাকারী নিজেই ধরা দিয়েছে পুলিশের হাতে পলাতক পুলিশ সদস্যদের বেতন বন্ধ, হচ্ছে মামলা রাজনীতি করার অধিকার হারিয়েছে আ.লীগ গলায় ফাঁস দিয়ে ২ সন্তানের জননীর আত্মহত্যা পেকুয়ায় মহেশখালীতে মদ ভেবে কেমিক্যাল খেয়ে মাদক নির্মূল কমিটি সদস্যের মৃত্যু সেন্টমার্টিনকে বাঁচাতে বিধিনিষেধ দেওয়া হয়েছে : উপদেষ্টা টেকনাফে অভিযানে উদ্ধার তাজা রকেট হিট কানাডায় স্ত্রী ও সন্তানকে রেখেই তথ্য গোপন করে বিয়ের পিড়িতে কক্সবাজারের নুর! কক্সবাজার এসএসসি ৯৯ ক্রিকেট টুর্ণামেন্টে বেঙ্গল ৯৯ ও লিজেন্ড ফাইটার্স ৯৯ চকরিয়া’র শুভ সূচনা
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৪৭ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

‘সেনা কর্মকর্তা হত্যা দেশদ্রোহিতার শামিল’

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২

রুমায় সন্ত্রাসীদের গুলিতে সেনা কর্মকর্তার নিহতের ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মো. কাজী মজিবুর রহমানের নেতৃত্বে বান্দরবান প্রেস ক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন হয়। এর আগে গোরস্তান মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তারা বলেন, শান্তিতে নিয়োজিত সেনা কর্মকর্তাকে হত্যা করে আবারও দেশদ্রোহিতার পরিচয় দিল সন্তু লারমার জেএসএস। তারা শুধু পাহাড়ের শত্রু নয়, পুরো বাংলাদেশের শত্রু।

এই হামলাকে রাষ্ট্রের জন্য বড় হুমকি দাবি করে অনতিবিলম্বে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

জেলা কমিটির সহ-সভাপতি ক্যাপ্টেন (অব.) তারু মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, সহ-সভাপতি আবুল কালাম, এম. রুহুল আমিন, মিজানুর রহমান প্রমুখ।

পরে নিহত সেনা কর্মকর্তার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন নেতাকর্মীরা।

প্রসঙ্গত, গত বুধবার (২ ফেব্রুয়ারি) রুমা উপজেলার বথিপাড়া এলাকায় সেনাবাহিনীর টহলদলের ওপর জেএসএস সন্ত্রাসীদের গুলিতে নিহত হন প্রধান ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান। একই ঘটনায় আহত হন আরও এক সেনা সদস্য।


আরো খবর: