শিরোনাম ::
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সেনাবাহিনী আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করায় আইনশৃঙ্খলার উন্নতি হচ্ছে

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪


ঢাকা, ২০ নভেম্বর – ‘সেনাবাহিনী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অর্পিত দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালন করায় অবস্থার উন্নতি হচ্ছে। দেশের সার্বিক অবস্থা বিবেচনায় সব সেনাসদস্যকে ধৈর্য ও পেশাদারত্বের সঙ্গে বেসামরিক প্রশাসন এবং দেশের জনসাধারণকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখতে হবে।’

মঙ্গলবার (১৯ নভেম্বর) এসজিপি, পিএসসি ৭ পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়া পরিদর্শনকালে এসব কথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান ৭ পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়ায় কর্মরত সব পদবির সেনাসদস্যের উদ্দেশে ‘দরবার’ এবং সেনা কর্মকর্তাদের উদ্দেশে ‘অফিসার্স অ্যাড্রেস’ গ্রহণ করেন।

সেনাবাহিনী প্রধান আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের আস্থার প্রতীক হিসেবে রাষ্ট্র প্রদত্ত ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বিচক্ষণতার সঙ্গে প্রয়োগ করতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রত্যেক সেনা সদস্যকে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

সেনাপ্রধানের পরিদর্শনকালে সেনা সদর ও বরিশাল এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা ছাড়াও জুনিয়র কমিশন্ড অফিসার, অন্যান্য পদবির সেনাসদস্য, বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সূত্র: কালবেলা
আইএ/ ২০ নভেম্বর ২০২৪



আরো খবর: