রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০৬:৪৮ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সুবর্ণজয়ন্তী উপলক্ষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোন

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
সুবর্ণজয়ন্তী উপলক্ষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোন


নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিনকেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে ফোনে কথা বলেছেন।


বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই নিষেধাজ্ঞার বিষয়ে আমাদের মধ্যে টেলিফোন আলাপ হয়েছিল। কিন্তু আমি তাকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য সরাসরি বলিনি এবং তিনিও এ বিষয়ে সরাসরি কিছু বলেননি।


এদিকে জানা গেছে, বুধবার রাতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী টেলিফোনে ৩০ মিনিট আলাপ করেন। আলাপের বিষয়ে ড. আব্দুল মোমেন জানিয়েছেন, আলাপকালে র‍্যাব কর্মকর্তাদের মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি উত্থাপন করেন তিনি।


এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে বা কোনো বিষয়ে প্রশ্ন থাকলে ফোন কল দেওয়ার অনুরোধ করেন ড. আব্দুল মোমেন।


দুই দেশের পররাষ্ট্র মন্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে টেলিফোনে শুভেচ্ছা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়াও দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন তারা।



সাননিউজ/জেআই




আরো খবর: