শিরোনাম ::
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:৪২ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সীমান্তে আবারো বিজিবির অভিযান, মালিক বিহীন ১০টি বার্মিজ গরু আটক

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

শহিদ রুবেল::

কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির অভিযানে মিয়ানমার থেকে বাংলাদেশে চোরাচালানের সময় ১০টি বার্মিজ গরু আটক করা হয়েছে।

১৪ অক্টোবর সকাল ৮টার দিকে বাংলাদেশ-মায়ানমার সীমান্তবর্তী রেজুআমতলী বিওপির একটি টহলদল কচুবুনিয়া ড্রাগন বাগান এলাকায় অভিযান চালায়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী জানান, সীমান্ত পিলার-৩৯ থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চোরাকারবারীরা গরুগুলো আনছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা গরুগুলো ফেলে পালিয়ে যায়। এইসময় ১০টি বার্মিজ গরু আটক করা হয়েছে।

তিনি জানান, আটককৃত গরুগুলোর মালিকানা এখনও নিশ্চিত করা যায়নি। চোরাকারবারীদের সনাক্ত করার জন্য গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করছে।


আরো খবর: