বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১০:০৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সিলেট মাজারে যেতে গিয়ে নিখোঁজ নারায়ণগঞ্জের ছাত্রলীগ নেতা

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ২১ জুন, ২০২৪
সিলেট মাজারে যেতে গিয়ে নিখোঁজ নারায়ণগঞ্জের ছাত্রলীগ নেতা


নারায়ণগঞ্জ, ২১ জুন – সিলেটে হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করতে গিয়ে সাজিদ আল-আমিন (৩৪) নামের নারায়ণগঞ্জের সাবেক এক ছাত্রলীগ নেতা নিখোঁজ হয়েছেন।

এ ঘটনায় শুক্রবার (২১ জুন) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ সাজিদ আল-আমিন আড়াইহাজারের ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট বিনাইরচর এলাকার মৃত আলমাস মোল্লার ছেলে। তিনি আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

আড়াইহাজার থানা প্রেসক্লাবের সহ-সভাপতি শাহাজাহান কবির বলেন, ‘সাজিদ আল-আমিন আমার ছোট ভাই। বৃহস্পতিবার (২০) সকালে সিলেটের হযরত শাহজালালের মাজার জিয়ারতের উদ্দেশ্যে সে রওয়ানা হয়েছিল। রাত ৮টার পর থেকে তার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। রাত ৯টায় অন্য একজন ফোন ধরে। এরপর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।’

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানউল্লাহ বলেন, আমাদের থানা থেকে দেশের বিভিন্ন থানায় ওয়্যারলেস মেসেজ পাঠানো হয়েছে। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হচ্ছে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২১ জুন ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::সিলেট মাজারে যেতে গিয়ে নিখোঁজ নারায়ণগঞ্জের ছাত্রলীগ নেতা first appeared on DesheBideshe.



আরো খবর: