বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:২০ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সিরিয়ার হামা শহরের কেন্দ্রস্থল নিয়ন্ত্রণে নিলো বিদ্রোহীরা

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪


দামেস্ক, ০৫ ডিসেম্বর – আলেপ্পো দখলের পর এখন সিরিয়ার গুরুত্বপূর্ণ হামা শহরে প্রবেশ করতে শুরু করেছে সশস্ত্র বিদ্রোহীরা।তবে এখনো সরকারি বাহিনীর সঙ্গে তাদের লড়াই চলছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, এই শহরটি দখলে নিতে পারলে রাজধানী দামেস্কের আরও কাছে চলে যাবে বিদ্রোহীরা। কৌশলগতভাবেও তারা সামরিকভাবে অনেকটা যাবে এবং বিপাকে পড়বে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী।

বিদ্রোহীরা জানিয়েছে, তারা হামা শহরের উত্তর-পূর্বাঞ্চল এবং কেন্দ্রীয় কারাগার দখলে নিয়েছেন, বন্দীদের মুক্ত করে দিয়েছেন।

হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠেছে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো। শহরটি দখল নিয়েছে সশস্ত্র বিদ্রোহীরা। কথিত আছে এই বিদ্রোহীদের অস্ত্র সহায়তা দিয়ে থাকে পশ্চিমা দেশগুলো। আর তাদের প্রতিহত করতে প্রেসিডেন্ট আসাদ সরকারকে সহায়তা করে রাশিয়া। গত সপ্তাহে শহরটি দখলে নেওয়ার পর নতুন করে এই অঞ্চল নিয়ে উত্তেজনা দেখা গেছে।

সূত্র: আমাদের সময়
আইএ/ ০৫ ডিসেম্বর ২০২৪



আরো খবর: