শিরোনাম ::
কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু উখিয়ার শিক্ষক ইকবাল হত্যার ঘটনায় আটক-১ “নদী ভাঙ্গন ঠেকাও,কোনাখালী বাসীকে বাঁচাও” কক্সবাজারে তরুণদের দক্ষতা উন্নয়নে জেপিটিটিসি’র হাউসকিপিং-প্লাম্বিং ট্রেনিংয়ের উদ্বোধন উখিয়ার সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম-দুর্নীতি! ঈদগাঁওতে বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত সৌদি আরবে গ্যাস বিস্ফোরণে রামুর দুই যুবকের মৃত্যু, স্বজনদের আহাজারি
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সিরাজগঞ্জে সনাতনধর্মালম্বীদের সমাবেশ ও মিছিল

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪


সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষায় ৮ দফা বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জে গনসমাবেশ ও মিছিল করেছে সনাতনধর্মালম্বীরা।


মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ

শনিবার (২ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বাজার স্টেশন এলাকায় শেষ হয়।


অনুষ্ঠানে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার প্রেসিডিয়াম সদস্য ইন্জিনিয়ার চন্দন পালের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক দিলীপ গৌরের সঞ্চালনায় গনসমাবেশে উপস্থিত থেকে বক্তারা বলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলা লুট, অগ্নিসংযোগ করা হয়েছে। আমরাও এই দেশের ভূমিপুত্র। আমাদের জন্ম এইদেশে, তাহলে আমাদের ওপর কেন এমন অবিচার। তাই সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষায় সরকারকে ৮ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। এছাড়াও ৮ দফা দাবি বাস্তবায়নের অন্যতম নেতা চিন্ময় প্রভুসহ অন্যান্যদের ওপর মিথ্যা মামলা ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রানা দাসগুপ্তর মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মাঠে থাকার হুশিয়ারী দেন সনাতনধর্মালম্বীরা।


আরও পড়ুন : পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত


এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক রোটারিয়ান নরেশ চন্দ্র ভৌমিক, সিরাজগঞ্জ পুজা উদযাপন পরিষদের সদস্য এ্যাড.কল্যান কুমার সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক পরেশ মাহাতো, সমাজ কল্যান সম্পাদক রতন বাঁশফোর সহ বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ, সকল মন্দির কমিটির নেতৃবৃন্দ, সনাতনী ছাত্র সমাজ সহ সকল সনাতনধর্মালম্বীরা।


সান নিউজ/এমআর



আরো খবর: