ঢাকা, ১৩ অক্টোবর – ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমা দেখে দর্শকের সময় নষ্ট হবে না বলে মন্তব্য করেছেন ঢাকাই সিনেমার অভিনেতা আরিফিন শুভ। বৃহস্পতিবার আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে চলচ্চিত্রটির প্রিমিয়ার শোতে এ কথা বলছেন তিনি।
আরিফিন শুভ বলেন, ‘সিনেমা তো মানুষের জীবন নিয়েই তৈরি। কখনো কাল্পনিক ঘটনা, কখনো আবার বাস্তব। এটি একটি বাস্তব গল্প। সিনেমাটি দেখে আপনারা তৃপ্তি পাবেন; বাংলাদেশের ইতিহাস সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন।’
তিনি আরও বলেন, ‘শুধু বঙ্গবন্ধুর চরিত্র দেখার জন্য নয়, এ সিনেমা দেখে আপনার ভেতরে সত্যিকারের দেশ প্রেম জাগ্রত হতে পারে।’ শুক্রবার (১৩ অক্টোবর) দেশের ১৫৩টি হলে মুক্তি পেয়েছে ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমা। এই সিনেমাটির ডিস্টিবিউশনের দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়ার ওপর। ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনার এই চলচ্চিত্রের চিত্রনাট্য তৈরি করেছেন অতুল তিওয়ারি ও শামা জাইদি। এতে অ্যাকশন ডিরেক্টরের দায়িত্বে ছিলেন ম্যাম কৌশল। সিনেমার পোশাক পরিচালনার দায়িত্বে ছিলেন পিয়া বেনেগাল।
শ্যাম বেনেগালের পরিচালনায় ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ। অন্যান্য চরিত্রে আছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।
আইএ/ ১৩ অক্টোবর ২০২৩