বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সিএনজি স্টেশন বন্ধ রাখার নতুন সময়সীমা জানাল সরকার

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫


ঢাকা, ৩১ ডিসেম্বর – সারাদেশের সিএনজি স্টেশন বন্ধ রাখার সময় কমানো হয়েছে। আগামীকাল বুধবার (১ জানুয়ারি) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় পেট্রোবাংলা এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সময়কাল পুনর্নির্ধারণের বিষয়টি জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিএনজি স্টেশনে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখার সময়কাল ২ ঘণ্টা কমিয়ে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো।

গ্যাসের সংকট থাকা সত্ত্বেও গ্যাসের রেশনিং কেন কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এ বিষয়ে পেট্রোবাংলার কর্মকর্তারা বলছেন, সিএনজি স্টেশনগুলোর মালিকদের অনুরোধ এবং সিএনজিচালকদের আন্দোলন-ধর্মঘটকে বিবেচনায় নিয়ে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ৩১ ডিসেম্বর ২০২৪



আরো খবর: