শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:৪৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সালাহ উদ্দিনের প্রত্যাবর্তনে পেকুয়ায় আনন্দ মিছিল

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১১ আগস্ট, ২০২৪

নাজিম উদ্দিন, পেকুয়া::

দীর্ঘ ৯বছর ভারতে নির্বাসিত জীবন শেষে বাংলাদেশ প্রত্যাবর্তন করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী পেকুয়ার সন্তান সালাহ উদ্দিন আহমেদ।

রবিবার (১১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঢাকা শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামার সাথে সাথেই পেকুয়ার সাধারণ জনগণ থেকে শুরু করে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা রাস্তায় নেমে আসে। স্লোগানে স্লোগানে মুখরিত হয় উপজেলার প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলার প্রধান প্রধান সড়ক।

এদিকে সালাহ উদ্দিন আহমেদের প্রত্যাবর্তন উপলক্ষে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে পেকুয়া সদর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে মিলিত হয় হাজার হাজার নেতাকর্মী ও সালাহ উদ্দিন আহমেদের সমর্থকবৃন্দ। ইউনিয়ন পরিষদ চত্ত্বর থেকে মিছিল করে কলেজ গেইট চৌমুহনীতে এসে সমবেত হন। এসময় স্লোগানে স্লোগানে মুকরিত হয়ে উঠে পুরো এলাকা। দলীয় নেতাকর্মী ছাড়াও হাজার হাজার সাধারণ জনতা মিছিলে অংশগ্রহণ করতে দেখা গেছে।

মিছিল শেষে অনির্ধারিত আলোচনা সভায় উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট বলেন, সালাহ উদ্দিন আহমেদ ফিরে আসায় আমরা মহান আল্লাহ কাছে শুকরিয়া জানাচ্ছি। আজ থেকে পেকুয়ার কোন জায়গায় অন্যায় অত্যাচার চলবেনা। দখল বেদখলের দরকার নাই, চাঁদাবাজির দরকার নাই।

ওই দিকে সালাহ উদ্দিন আহমেদ ঢাকায় বিমান বন্দর থেকে বের হওয়ার সাথে সাথে বিএনপির কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা ও কক্সবাজারসহ সারাদেশ থেকে আগত দলীয় নেতাকর্মীরা স্বাগতম জানান।


আরো খবর: