শিরোনাম ::
দুই সপ্তাহের জন্য মুম্বাই যাচ্ছেন শাকিব চকরিয়ায় ফিল্মিস্টাইলে গাড়িতে তুলে প্রবাসিকে অপহরণের চেষ্টা- মারধর, পথচারীকে গাড়ি চাপা মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত অন্তত ২, একাধিক নিখোঁজ লন্ডনে সস্ত্রীক মির্জা আব্বাস, জানালেন কবে দেশে ফিরবেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে আবার অবসরের ঘোষণা তামিমের লন্ডনে যাওয়ার সময় চিত্রনায়িকা নিপুণ আটক ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টার সাথে দেশে বিদেশে সম্পাদক নজরুল মিন্টোর সাক্ষাৎ সিলেটের প্রথম জয়ের দিনে ঢাকার টানা ষষ্ঠ হার কক্সবাজার সৈকতে খুলনার কাউন্সিলর টিপুকে গুলি করে হত্যা, আটক ২ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০১:০৫ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সালমানের পর এবার রাখী সাওয়ান্তকে হত্যার হুমকি

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩


মুম্বাই, ২০ এপ্রিল – বলিউড সুপারস্টার সালমান খানের হয়ে ক্ষমা চেয়ে বিপাকে পড়লেন রিয়েলিটি শো তারকা রাখি সাওয়ান্ত। সালমানের মতোই প্রাণনাশের হুমকি পেলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, ই-মেইলে আবারও মৃত্যুর হুমকি পেয়েছেন সালমান খান। সুপারস্টারকে হত্যার হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণই গ্যাং। সুপারস্টারের সঙ্গে এবার তালিকায় রয়েছেন রাখি সাওয়ান্তও।

ই-মেইলে বিষ্ণই গ্যাং রাখিকে সালমান খানের কাছ থেকে দূরে থাকতে বলেছেন। গত মার্চ মাসে লরেন্স বিষ্ণই সালমানকে হত্যার হুমকি দেওয়ার পর রাখি রাস্তার মাঝখানে বসে সালমানের পক্ষ থেকে বিষ্ণই গ্যাংয়ের কাছে ক্ষমা চান। এরপর থেকেই সালমানের সঙ্গে টার্গেট হয়েছেন রাখি। কয়েক দিন ‘রকি ভাই’ নামে একজন ফোন করে আগামী ৩০ এপ্রিল সালমানকে হত্যার হুমকি দিয়েছিলেন। যদিও পরে এটি একটি প্রতারণামূলক কল বলে প্রমাণিত হয়।

রাখি নিজেকে ‘সালমান ভক্ত’ হিসেবে ঘোষণা করে থাকেন। কিছুদিন আগে ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছিলেন, ‘মেরে ভাই, সালমানের উপর খারাপ নজর দিও না। আমি বলছি সালমান খান খুব ভালো মানুষ। গরীবকে সাহায্য করে, একজন কিংবদন্তি, সালমান ভাইয়ের জন্য প্রার্থনা করো। উনি মানুষের জন্য কত কী করেন। আমি চাই সালমান ভাইয়ের শত্রুদের চোখ খারাপ হয়ে যাক। স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাক। আমি আল্লার কাছে প্রার্থনা করব- যাতে কেউ আমার সালমান ভাইয়ের জন্য খারাপ না ভাবে।’

এদিকে গত মাসে জেল থেকে লরেন্স বিষ্ণোই সাক্ষাৎকার দিয়ে জানান, ক্ষমা চাইতে হবে সালমানকে। কৃষ্ণসার হরিণ হত্যার জন্য তাদের গ্রামের মন্দিরে গিয়ে ক্ষমা চেয়ে আসতে হবে। তবেই তারা বন্ধ করবেন সালমানকে খুনের ছক। তারপর আরও বাড়িয়ে দেয়া হয় এই অভিনেতার নিরাপত্তা। বর্তমানে সালমানকে ‘ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তা দিচ্ছে মহারাষ্ট্র সরকার। নিজে একটি বুলেটপ্রুফ গাড়িও কিনেছেন।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে সালমান খানের ওপর যোদপুরে ফিল্মের শুটিং চলাকালীন দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে। সেই সময় থেকে বিষ্ণোই সম্প্রদায়ের চক্ষুশূল সালমান খান।

আইএ/ ২০ এপ্রিল ২০২৩


আরো খবর: