মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:২৫ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সাবেক সচিব শাহ কামাল রিমান্ডে

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪


ঢাকা, ০৯ ডিসেম্বর – হত্যা মামলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব শাহ কামালকে ২ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

সোমবার (৯ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন।

এর আগে, এদিন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এ সময় আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিরে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাজধানীর মোহাম্মদপুরে গত ১৮ আগস্ট শাহ কামালের বাসায় অভিযান চালিয়ে ৩ কোটি টাকা এবং বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। পরদিন রাতে মহাখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গত বছরের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় মামলাটি করা হয়। এতে শাহ কামালকে আসামি করা হয়েছে।



আরো খবর: