ঢাকা, ২৪ জানুয়ারি – খুলনা-২ আসনের সাবেক এমপি মিজানুর রহমানের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলার রায়ের তারিখ আগামী ৩০ জানুয়ারি ধার্য করেছেন আদালত। গতকাল ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মুহা. আবু তাহের রায়ের এ তারিখ ঠিক করেন। এর আগে আদালত দুদক ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্কের শুনানি গ্রহণ করেন। জামিনে থাকা আসামি মিজান এদিন আদালতে উপস্থিত ছিলেন। আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। সংশ্লিষ্ট আদালতের অফিস সহকারী মো. রাজীব ভূঁইয়া এসব তথ্য জানান।
এদিকে দুর্নীতির মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে
মামলাটিতে গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানির দিন আগামী ২৯ জানুয়ারি ঠিক করেছেন আদালত। এদিকে নাশকতার একটি মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি মশিউর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মিজানের মামলার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৬ আগস্ট জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মিজানের বিরুদ্ধে দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ এ মামলাটি করেন সংস্থাটির পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ। মামলাটি তদন্ত শেষে ২০২১ সালের ২৩ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন তিনি। অভিযোগপত্রে তার বিরুদ্ধে এক কোটি ৫৮ লাখ ৫৭ হাজার ৯৮১ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ২০ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।
গতকাল সাধনের নথি জব্দ ও গ্রেপ্তার দেখানোর আবেদন করেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। আয়কর নথি জব্দের আবেদনে বলা হয়, আসামির জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ সুষ্ঠু তদন্তের স্বার্থে তার আয়কর নথির শুরু হতে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র/তথ্যাদি জব্দ করা প্রয়োজন। গ্রেপ্তার দেখানোর আবেদনে বলা হয়, সাধন দুদকের মামলায় জামিনে মুক্তি পেলে তার দখলীয় সম্পদ এবং ব্যাংক অ্যাকাউন্টে থাকা অর্থ অন্যত্র হস্তান্তর করার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া তিনি জামিনে মুক্তি পেলে তদন্তে বাধা সৃষ্টি করতে পারেন। গত বছর ৩ অক্টোবর গ্রেপ্তারের বর্তমানে তিনি কারাগারে আছেন।
একই দিন মশিউরকে মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার এসাআই আশরাফুল ওমর আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষে অ্যাড. আফজাল হোসেন জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত বুধবার রাতে রাজধানীর সায়েন্সল্যাবের বিসিএসআইআরের সামনে থেকে মশিউরকে গ্রেপ্তার করা হয়।
সূত্র: আমাদের সময়
আইএ/ ২৪ জানুয়ারি ২০২৫
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::সাবেক এমপি মিজানের দুর্নীতি মামলায় রায় ৩০ জানুয়ারি first appeared on DesheBideshe.