শিরোনাম ::
পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী
রবিবার, ১১ মে ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সাপ্তাহিক ছুটির দিনে জমে উঠেছে ঈদের কেনাকাটা

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩


ঢাকা, ১৪ এপ্রিল – শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদ বাজার। ‍ছুটির দিনে তাপদাহের কারণে দিনের আলোয় ক্রেতাদের তেমন দেখা না মিললেও সন্ধ্যার পর পরই মার্কেট সরগরম হয়ে উঠেছে। দামাদামিতে ব্যস্ত সময় পার করছেন ক্রেতা-বিক্রেতারা। লোকারণ্য মার্কেটে বেচাকেনাও হচ্ছে বেশ।

শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যার পর বসুন্ধরা শপিংমল ও ফার্মগেট এলাকায় বেশ কিছু বিপণিবিতানে সরেজমিন গিয়ে দেখা গেছে, সবক’টি দোকানেই ক্রেতাদের উপচেপড়া ভিড়। যতই ঈদের দিন ঘনিয়ে আসছে ততই বাড়ছে মার্কেটগুলোতে ক্রেতা সমাগম। সেই সঙ্গে বাড়ছে বিক্রেতাদের ব্যস্ততা।

এবার একটু আগেই কেনাকাটা সেরে নিচ্ছেন অনেকে। আগে আগে বেতন এবং ঈদের ছুটি আগে শুরু হওয়ায় মার্কেটে ভিড় বেড়েছে। তার ওপর শুক্রবার ছুটির দিন হওয়ায় অন্যান্য দিনের তুলনায় অভিজাত বিপণিবিতানগুলোতে বেশি ব্যস্ততা দেখা যায়।

বসুন্ধরা শপিংমলে কেনাকাটা করতে আসা সবার হাতেই কমপক্ষে দুই থেকে তিনটি ব্যাগ দেখা যায়। এ বিষয়ে একটি পাঞ্জাবির শোরুম সুপারভাইজার বলেন, আমাদের এবারের বেচাকেনা অনেক ভালো। আসলে আমাদের পাঞ্জাবিগুলো একটু প্রিমিয়াম হওয়ায় প্রাইস একটু বেশি। তবে প্রোডাক্ট ভালো হওয়ায় আমরা বেশ সাড়া ফেলতে পেরেছি। সবধরনের মানুষই আসছেন পোশাক কিনতে। কিনছেনও অনেক।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে কর্মরত মহিন উদ্দিন মারুফ বসুন্ধরা শপিংমলে ঢুকেই আরটিভি অনলাইনকে জানান, সবজায়গাতেই ভিড় প্রচুর। আমি এখানে আসার আগে ইস্টার্ন প্লাজা এবং এলিফ্যান্ট রোড ঘুরে এসেছি। সেখানেও পা ফেলার জায়গা নেই। আগে আগে বেতন বোনাস হওয়ায় মার্কেটগুলোতে হুমড়ি খেয়ে পড়ছে সবাই।

ব্যবসায়ীরা বলছেন, রোজার প্রথম দিকে ক্রেতার উপস্থিতি তেমন একটা দেখা না গেলেও শেষের দিকে ভিড় বাড়ছে। তার ওপর আজ (শুক্রবার) সরকারি ছুটি। আর চার দিন পর অনেকে ঈদের ছুটিতে বাড়ি যাবে তাই আগে আগে কেনাকাটা সেরে নিচ্ছেন।

শুধু বিপণিবিতানগুলোই নয়, রাজধানীর ফুটপাত ও পথের পাশে ভ্যানগুলোতেও জমে উঠেছে ঈদের বাজার। নীলক্ষেত থেকে সাইন্স ল্যাবরেটরি মোড় পর্যন্ত ফুটপাতে বাহারি পোশাকের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। হাঁক-ডাক দিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টা করছেন। এবার মার্কেটগুলোর চেয়েও যেন এখন ফুটপাতে বেশি ভিড়।

এর কারণ সম্পর্কে জানাতে গিয়ে শুক্রবার বিকেলে মিরপুর থেকে আগত জেরিন মল্লিক বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাবে একটু কম মূল্যে পছন্দের জিনিস কিনতেই ফুটপাতে আগ্রহ বাড়ছে মানুষের। তাছাড়া অনেক সময় নিয়ে পণ্যগুলো দেখে কেনাকাটা করা যায়, যেটা মার্কেটগুলোতে সম্ভব হয় না।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৪ এপ্রিল ২০২৩


আরো খবর: