শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৩:১৮ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সানির বিপরীতে হয়ে পর্দায় ফিরছেন প্রীতি

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪
সানির বিপরীতে হয়ে পর্দায় ফিরছেন প্রীতি


মুম্বাই, ২৫ জানুয়ারি – বলিউড অভিনেত্রী প্রীতি জিনতাকে একপ্রকার ভুলতে বসেছেন দর্শকরা। ২০১৮ সালে ‘ভাইয়াজি সুপারহিট’ সিনেমায় সর্বশেষ দেখা যায় তাকে। এরপর থেকে বড় পর্দায় দেখা মেলেনি তার। দীর্ঘ বিরতির পর ফের বড় পর্দায় ফিরছেন এই অভিনেত্রী। তা-ও সানি দেওলের সঙ্গে জুটি বেঁধে ফিরবেন তিনি।

একটি সূত্র ইন্ডিয়া টুডেকে বলেন, ‘‘গতকাল (২৪ জানুয়ারি) মুম্বাইয়ের একটি স্টুডিও থেকে বের হতে দেখা যায় প্রীতি জিনতাকে। মূলত, ‘লাহোর ১৯৪৭’ সিনেমার জন্য লুক টেস্ট দিতে এই স্টুডিওতে গিয়েছিলেন প্রীতি। সম্ভবত, এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরবেন তিনি। সিনেমাটিতে সানি দেওলের বিপরীতে অভিনয় করবেন এই অভিনেত্রী।’’

তবে সিনেমাটিতে অভিনয়ের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি প্রীতি জিনতা।

‘লাহোর ১৯৪৭’ সিনেমা পরিচালনা করবেন রাজকুমার সন্তোষী। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন সানি দেওল। আগামী ১২ ফেব্রুয়ারি দৃশ্যধারণের কাজ শুরু হবে। এজন্য মুম্বাইয়ে সেট নির্মাণের কাজ চলছে।

এবারই প্রথম নন, এর আগেও বেশ ক’টি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন সানি দেওল ও প্রীতি জিনতা। এ জুটির অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো— ‘হিরো: লাভ স্টোরি আ স্পাই’, ‘ভাইয়াজি সুপারহিট’ প্রভৃতি।

আইএ/ ২৫ জানুয়ারি ২০২৪





আরো খবর: