শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:২৩ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

‘সাকিবকে নিয়ে সন্দেহ ছিল, এখন ওর চেয়ে সিরিয়াস কেউ নেই’

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
‘সাকিবকে নিয়ে সন্দেহ ছিল, এখন ওর চেয়ে সিরিয়াস কেউ নেই’


ঢাকা, ১১ আগস্ট – জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষণা হলো নতুন ওয়ানডে অধিনায়কের নাম। সাকিব আল হাসানকে এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য দায়িত্ব দিলো বিসিবি।

সাকিবের সঙ্গে আলোচনায় ছিল লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের নামও। শেষ পর্যন্ত অভিজ্ঞতাতেই ভরসা রেখেছে বিসিবি। কেন? সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বললেন, সাকিবের চেয়ে সিরিয়াস আর কেউ নেই।

আজ (শুক্রবার) গণমাধ্যমের সঙ্গে আলাপে পাপন বলেন, ‘ওর (সাকিবের) পটেনশিয়াল নিয়ে তো কোনো সন্দেহ নেই। একটা জিনিস খুব ভালো লাগছে আমার, সাম্প্রতিক সময়ে… গত এক বছর ধরে দেখছি… সেটা হচ্ছে সাকিবকে নিয়ে আমার যে সন্দেহ ছিল, এটা আমার ব্যক্তিগত কথা, ও কতটা সিরিয়াস, কোন খেলাটা খেলবে কিংবা খেলবে না… এখন দেখছি ওর চেয়ে সিরিয়াস কেউ নেই, ক্রিকেট নিয়ে।’

পাপন যোগ করেন, ‘আমাদের যে পরিমাণ খেলা, সেগুলো তো খেলছেই, কন্টিসিউয়াসলি খেলে যাচ্ছে। কানাডায় গেল, এখন আবার শ্রীলঙ্কায় গেল। এই যে এখন বিশ্বকাপে অধিনায়কের দায়িত্ব পেয়েছে, আমার কাছে মনে হয়, সে এখন টোটালি ফোকাসড অন ক্রিকেট। এটা আমাদের জন্য খুব বড় বিষয়। ওর সামর্থ্য নিয়ে কখনও কোনও সন্দেহ থাকার প্রশ্নই ওঠে না।’

কিন্তু বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি আসর খেলে সাকিব তিন ফরম্যাটে জাতীয় দলের নেতৃত্ব সামলাতে পারবেন? নাকি তাকে কোনো ফরম্যাট থেকে সরিয়ে দেওয়া হবে? অধিনায়কত্ব ইস্যুতে সাকিবের অবস্থান কী?

পাপন জানালেন, ‘ওর (সাকিব) সঙ্গে সেরকম আলোচনায় হয়নি। ও দেশে এলে, তারপর বলতে পারব। দীর্ঘ মেয়াদে পরিকল্পনাটাও জানতে হবে। কারণ একসঙ্গে তিনটা ওর ওপর বোঝা হয়ে যাবে। কারণ যে পরিমাণ খেলা আমাদের, কাজেই ওর সঙ্গে কথা বলে নিতে হবে। ওর সঙ্গে কথা না বলে কিছু বলাটা এখন কঠিন।’

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১১ আগস্ট ২০২৩





আরো খবর: