কক্সবাজারের উখিয়ার মরিচ্যাপালং উচ্চ বিদ্যালয়ে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ (পিআইবি) এবং সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস)-এর সহযোগিতায় ১৬ দিনের কর্মসূচির (16 days Activism) উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা’র (স্কাস) চেয়ারম্যান জেসমিন প্রেমা।
উক্ত কর্মসূচিতে মরিচ্যাপালং উচ্চ বিদ্যালয়ের ১৮০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। এবং বিদ্যালয়ের শিক্ষকগণ সার্বক্ষনিক সহযোগিতা করেন। কর্মসূচিতে- ছাত্রীদের ফুটবল প্রতিযোগিতা, ছাত্রদের হাড়ি-পাতিল পরিষ্কার প্রতিযোগিতা ও বাল্য-বিবাহের উপর ছোট নাটিকা আয়োজন করা হয়। যেখানে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ছিল।
উদ্বোধনী বক্তব্যে সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা’র (স্কাস) চেয়ারম্যান জেসমিন প্রেমা বলেন, ‘এখানে যত শিক্ষার্থী আছে অবশ্যই দায়িত্ব সহকারে নিজেদের পড়ালেখা শেষ করে ভবিষ্যতে বিভিন্ন দায়িত্ব পালনে ভূমিকা রাখবে। বিশেষ করে, ছাত্ররা প্রতিজ্ঞাবদ্ধ থাকবে, কখনো সহপাঠী এবং কিশোরী বোনদের ইভটিজিং করবে না। তাহলে আমাদের পরিবার ও সমাজ সুরক্ষিত থাকবে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ (পিআইবি) এর জেন্ডার স্পেশালিস্ট ফাহমিদা জাবিন কান্তা ‘জেন্ডার’ বলতে কী বোঝায় এবং ১৬ দিনের কর্মসূচি কখন থেকে শুরু তা তুলে ধরেন।
শুভেচ্ছা বক্তব্যে মরিচ্যাপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল করিম বলেন, ‘পিআইবি ও স্কাসের সহযোগিতায় এ বিদ্যালয়ে আয়োজিত ১৬ দিনের কর্মসূচি সকল ছাত্র-ছাত্রীদের মনোবিকাশ ঘটবে। এবং পারস্পরিক সহযোগিতা করার জন্য এগিয়ে আসবে।’