শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:১৩ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ


ঢাকা, ১৮ সেপ্টেম্বর – ভারতের মাটিতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষবার মাঠে নামবে বাংলাদেশ। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে কিউইরা ইতোমধ্যে ঢাকায় এসেছে। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২১ সেপ্টেম্বর প্রথম ম্যাচ গড়াবে।

এই সিরিজের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করে আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে সর্বনিম্ন ২০০ টাকায় ইস্টার্ন স্ট্যান্ডে বসে খেলা উপভোগ করা যাবে। আর সর্বোচ্চ ১৫০০ টাকা দামে গ্রান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে।

এছাড়া ভিআইপি স্ট্যান্ডে ১০০০, ক্লাব হাউসে বসে ৫০০ টাকা খরচ করতে হবে। নর্থ এবং সাউথ স্ট্যান্ডে বসে খেলা দেখতে গুনতে হবে ৩০০ টাকা।

দর্শকরা আগামীকাল ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টিকিট ক্রয় করতে পারবেন। টিকিট পাওয়া যাবে মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম। এ ছাড়া শর্তসাপেক্ষে ম্যাচের আগের দিন ও ম্যাচ ডেতেও টিকিট ক্রয় করা যাবে।

সূত্র: আমাদের সময়
আইএ/ ১৮ সেপ্টেম্বর ২০২৩





আরো খবর: