শিরোনাম ::
পেকুয়ায় জামায়াত ইসলামির দাওয়াতি প্রোগ্রাম ও পথসভা দ্রুতই ‘রোডম্যাপ’ দিয়ে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে চায় সরকার মহেশখালীতে পুলিশের অভিযানে হত্যা ও অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪  পেকুয়ায় লবণের দরপতন, স্থবিরতা অর্থনীতিতে উখিয়া হাজীরপাড়া সীরত কমিটির উদ্যোগে ৬ষ্ঠ তম হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন, পুরষ্কার বিতরণ শয়তানের চক্রান্ত থেকে বাঁচার উপায় এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু ও সম্পাদক ফুয়াদ রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নিয়ে ভোলায় জিয়া মঞ্চের লিফলেট বিতরণ  আবারও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা দুই সপ্তাহের জন্য মুম্বাই যাচ্ছেন শাকিব
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১০:০০ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সম্পর্কে ফিরছে কাতার-আমিরাত, খুলছে দূতাবাস

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
সম্পর্কে ফিরছে কাতার-আমিরাত, খুলছে দূতাবাস


দোহা, ১৯ এপ্রিল – এবার কাতার ও সংযুক্ত আরব আমিরাত উভয় দেশে তাদের দূতাবাস খোলার ব্যাপারে কাজ শুরু করে দিয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল-আনসারি মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাজধানী দোহায় এক প্রেস ব্রিফিংয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দুই দেশ দ্রুততম সময়ের মধ্যে তাদের সহযোগিতাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে।

মাজিদ আল-আনসারি বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে উভয় দেশের দূতাবাস আবার খুলে দেওয়া যাবে বলে আশা করা হচ্ছে। কাতার ও সংযুক্ত আরব আমিরাতের টেকনিক্যাল কমিটিগুলো এ বিষয়ে কাজ শুরু করেছে। শিগগিরই দুই দেশের কূটনৈতিক প্রতিনিধিদলগুলো প্রয়োজনীয় সফর বিনিময় করবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ২০১৭ সালে আরব আমিরাতসহ চারটি আরব দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। সেই সঙ্গে দেশটির ওপর কঠোর অবরোধ আরোপ করে। অন্য তিনটি দেশ হল সৌদি আরব, মিশর ও বাহরাইন। তবে ২০২১ সালে চার দেশই অবরোধ প্রত্যাহার করে নেয়। কিন্তু এতদিন দোহার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেনি আবুধাবি।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকেও একজন সরকারি কর্মকর্তা বিবৃতি প্রকাশ করে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

সূত্র: যুগান্তর
আইএ/ ১৯ এপ্রিল ২০২৩





আরো খবর: