শিরোনাম ::
উখিয়ায় ইয়াবা কারবারি বখতারের বিরুদ্ধে দুদকের মামলা টেকনাফে উদ্ধার চার লাখ ইয়াবা, জঙ্গল দিয়ে পালালেন পাচারকারী টেকনাফে অপহৃত পাঁচজনের জন্য ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি কক্সবাজারে একাডেমির জন্য বাতিলকৃত ৭০০ একরে ৮৬৫ দখলদার, ১৫শ বসতি কক্সবাজারে ইউপি চেয়ারম্যান ও এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে দুদকের মামলা কানায় কানায় পূর্ণ নারায়ণগঞ্জ জামায়াতের জনসভা হাসিনার উসকানিমূলক বক্তব্যে ক্ষোভের বহিঃপ্রকাশ ধানমন্ডিসহ সারা দেশে ভাঙচুর-অগ্নিসংযোগের চেষ্টা শক্তভাবে প্রতিহত করা হবে ‘রূপ আজ আছে কাল নেই’, পুত্রবধূ ঐশ্বরিয়াকে অমিতাভ! চুক্তি ভঙ্গের অভিযোগে ইয়াশা সাগরকে চিটাগং কিংসের আইনি নোটিশ
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৫ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সংসদে সাবেক শিক্ষামন্ত্রীর বিচার চাইলেন কামাল মজুমদার

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪


ঢাকা, ২৮ ফেব্রুয়ারি – গত সরকারের শিক্ষামন্ত্রী মনিপুর স্কুল অ্যান্ড কলেজ ধ্বংস করেছেন বলে দাবি করেছেন ঢাকা-১৫ আসনের সরকারদলীয় সংসদ সদস্য ও সাবেক শিল্পপ্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় স্কুলটি পরিচালিত হয়ে আসছিল। হঠাৎ করে সাবেক শিক্ষামন্ত্রী ও ঢাকার ডিসির কারসাজিতে জামায়াতকে ক্ষমতায় বসিয়ে আমার গড়া শিক্ষাপ্রতিষ্ঠানটি গত শিক্ষাবর্ষে পরীক্ষার ফল বিপর্যয় হয়েছে। ২৩শ ছেলেমেয়ে ফেল করেছে। আগের বছর থেকে ১২শ ছেলেমেয়ে জিপিএ-৫ কম পেয়েছে। আমি তার বিচার চাই।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির বক্তব্যের আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় এ দাবি করেন তিনি।

গত সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন বর্তমান মন্ত্রিসভার সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি। তবে কামাল মজুমদার কোথাও দীপু মনির নাম উল্লেখ করেননি।

কামাল আহমেদ মজুমদার বলেন, আমার নির্বাচনী এলাকা (মিরপুর-কাফরুল) অসংখ্য জামায়াতের নেতাকর্মী বসবাস করে। ইতোমধ্যে জামায়াতের আমির (শফিকুর রহমান চৌধুরী) প্রার্থী হয়েছিলেন (২০১৮ সালের নির্বাচনে)। সেখানের একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান মনিপুর স্কুল অ্যান্ড কলেজ, সেটি এখন ধ্বংসের মুখে পতিত হয়েছে।

কামাল আহমেদ মজুমদার অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক জামায়াতের… তাকে ক্ষমতায় বসানো হয়েছে। সে প্যারালাইসিসে ভুগছে, সে কথা বলতে পারে না। শিক্ষা মন্ত্রণালয়কে বারবার বলার পরেও তাকে এখনো সরানো হয় নাই। কোর্টের পর কোর্ট মামলা তারা করছে, স্কুলটাকে ধ্বংসের মুখোমুখি তারা নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান স্কুলটাকে আপনি রক্ষা করুন। আপনার বরাদ্দ দেওয়া জমিতে আমি তিলে তিলে এ স্কুলটি গড়ে তুলেছি। এটি ননএমপিওভুক্ত ‍শিক্ষাপ্রতিষ্ঠান ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হয়। আমি জানি না কী কারণে সাবেক শিক্ষামন্ত্রীর কুনজর পড়েছে স্কুলটির ওপর। আমি তারও বিচার চাই।

সূত্র: কালবেলা
আইএ/ ২৮ ফেব্রুয়ারি ২০২৪


আরো খবর: