বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০২:৪৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সংবাদ প্রকাশের পর; অবশেষে ত্রাণ পেলো পেকুয়ায় সড়কের ওপর বসবাসকারী ২০ পরিবার

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

নাজিম উদ্দিন পেকুয়া (কক্সবাজার) ;:

অবশেষে সরকারি ত্রাণ সহায়তা পেলো মহাসড়কের ওপর বসবাসকরা ২০টি পরিবার। সৃষ্ট বন্যায় ঘরে পানি ওঠায় আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া মহাসড়কে (এবিসি সড়ক) আশ্রয় নেয় ২০টি পরিবার।

‘পেকুয়ায় বন্যায় সড়কে কৃষকের বসবাস: আতঙ্কে দিনপার’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি স্থানীয় প্রশাসনের দৃষ্টি গোচর হলে পরেরদিন সোমবার সকালে ২০টি পরিবারসহ আক্রান্ত আরো ৬টি পরিবারকে সরকারি ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। সোমবার (আজ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুতাহের তাদের ঘরে ঘরে গিয়ে এসব ত্রাণ সামগ্রী পৌছে দেন।

সড়কে আশ্রয় নেওয়া আসহাব উদ্দিন বলেন,এক সপ্তাহ ধরে আমরা সড়কে আশ্রয় নিয়েছি। শুধু একবার রান্না করা খাবার পেয়েছি। সকালে সরকারি বরাদ্দে ১০ কেজি চাল ও বিশুদ্ধ পানির বোতল পেয়েছি।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা বলেন, সড়কের ওপর আশ্রয় নেওয়া প্রায় ২৬টি পরিবারের মাঝে ত্রাণ সহায়তা পৌছে দেওয়া হয়েছে।আমাদের ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। যেখানে যতটুকু প্রয়োজন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সাধ্যমত সহায়তা করে যাচ্ছি।

প্রসঙ্গত, সৃষ্ট বন্যায় কক্সবাজারের পেকুয়ায় বাড়িঘরে পানি ওঠায় এবিসি মহাসড়কে নুইন্যা-মুইন্যা ব্রীজ থেকে বাঘগুজারা ব্রীজ অংশে আশ্রয় নেয় ২০টি পরিবার। তাঁরা সকলেই মেহেরনামা নন্দীরপাড়ার বাসিন্দা।


আরো খবর: