শিরোনাম ::
শিল্পী সংঘের নেতাদের প্রশ্ন ছুড়ে দায়িত্ব ছাড়তে বললেন বাঁধন হতাহতের সংখ্যা জানতে হাসপাতাল ও কবরস্থানে চিঠি দেবে ট্রাইব্যুনাল চলমান পোলিও টিকা কর্মসূচির মধ্যেই হামলা গাজায়, একদিনে নিহত ২৭ শেখ মুজিবের ছবিতে মন্তব্য করায় ৪ মাসের জেল, পড়াশোনা বন্ধ ২২৩ কিলোমিটার গতিতে আছড়ে পড়ল সুপার টাইফুন ‘ইয়াগি’ শিক্ষার্থীদের সঙ্গে যেসব বিষয়ে মতবিনিময় হলো প্রধান উপদেষ্টার পশ্চিমতীরে মার্কিন নারীকে গুলি করে মারল ইসরায়েলি সেনারা, ব্লিংকেনের নিন্দা সরকারি পুরস্কার ফেরত দেওয়ার হিড়িক কলকাতার শিল্পীদের মণিপুরে ভয়াবহ সংঘাত, বন্দুকযুদ্ধ-ড্রোন-রকেট হামলায় নিহত ৫ এরশাদের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন সালমান শাহ’র মা
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৩ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

শ্বশুর হলেন আমির, বর–কনের অভিনব বিয়ের পোশাক

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪
শ্বশুর হলেন আমির, বর–কনের অভিনব বিয়ের পোশাক


মুম্বাই, ০৪ জানুয়ারি – নূপুর শিখরে ও ইরা খান প্রায় চার বছর চুটিয়ে প্রেম করার পর অবশেষে বিয়ে করলেন। ২০২০ সালে তারা একে অন্যের প্রেমে পড়েন। এরপর গত বছর পরিবারের উপস্থিতিতে বাগদান সারেন তারা। আর ৩ জানুয়ারি চার হাত এক হলো তাদের।

বিয়ের আগে নূপুরকে জগিংয়ে যেতে দেখা যায়। সেখান থেকে ফিরেই তিনি ঢোলের তালে তালে নাচ করতে করতে বিয়ে বাড়িতে ঢোকেন।

প্রকাশ্যে এসেছে ইরা খান ও নূপুর শিখরের বিয়ের ছবি। ইরা খানের পরনে লেহেঙ্গা। অন্যদিকে নূপুর শিখরের পরনে কেবলই স্যান্ডো গেঞ্জি এবং বক্সার। তাদের ঘিরে দাঁড়িয়ে আছেন পরিবারের লোকজন। সকলের উপস্থিতিতে সই করে বিয়ে করলেন তারা।
মেয়ের বিয়েতে আমির খানকে বেইজ রঙের একটি পঞ্জাবি এবং গোলাপি পাগড়িতে দেখা গেছে। তার পাশেই দাঁড়িয়ে তার প্রথম স্ত্রী এবং ইরার মা রীনা দত্ত। মঞ্চে এদিন আমির খানের দ্বিতীয় এবং প্রাক্তন স্ত্রী কিরণ রাওকেও দেখা যায়। তিনি ইরা নূপুরের বিয়ের মুহূর্ত ফোনে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত ছিলেন। মঞ্চে ছিলেন নূপুরের পরিবারের লোকজনও।

ইরা এবং নূপুর সই করে বিয়ে করতেই উপস্থিত সকল অতিথি চিৎকারে ফেটে পড়েন। সকলকেই ফোনে এই বিশেষ মুহূর্ত ক্যামেরাবন্দি করতে দেখা যায়। গোটা মঞ্চ ও বিয়ে বাড়িটিকে সাদা ফুল ও আলোর মালায় সাজানো হয়।

আইএ/ ০৪ জানুয়ারি ২০২৪





আরো খবর: