বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৩ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

শুটিং করতে গিয়ে আহত অক্ষয়

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩


মুম্বাই, ২৪ মার্চ – শুটিং সেটে আহত হয়েছেন ‘খিলাড়ি’খ্যাত অভিনেতা অক্ষয় কুমার। স্কটল্যান্ডে ‘বড় মিয়া ছোট মিয়া’ সিনেমার শুটিং করছেন; সেখানে অ্যাকশন দৃশ্যের শট দিতে গিয়ে হাঁটুতে আঘাত পান তিনি।

একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে বলেন— ‘টাইগার শ্রফের সঙ্গে অক্ষয়ের অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল। এসময় কোনো স্টান্ট ছাড়া শট দিতে গিয়ে আহত হন অক্ষয়। এখন ডান হাঁটুতে ব্রেস পরে আছেন। আঘাত পাওয়ার পর কিছুক্ষণ শুটিং বন্ধ ছিল। কিন্তু প্রাথমিক চিকিৎসা নিয়ে ফের শুটিং শুরু করেন অক্ষয়।’

অ্যাকশন ঘরানার এ সিনেমা নির্মাণ করছেন আলী আব্বাস জাফর। স্কটল্যান্ডে যাওয়ার আগে সিনেমাটির প্রথম লটের দৃশ্যধারণের কাজ হয়েছে মুম্বাইয়ে।

অক্ষয়-টাইগার ছাড়াও অন্যান্য চরিত্রে আরো অভিনয় করছেন— সোনাক্ষী সিনহা, মানশি চিল্লার, পৃথ্বিরাজ প্রমুখ। এটি প্রযোজনা করছেন জ্যাকি ভগনানি।

অক্ষয় অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সেলফি’। গত ২৪ ফেব্রুয়ারি ভারতের ২ হাজার পর্দায় মুক্তি পায়। মালায়ালাম ভাষার ‘ড্রাইভিং লাইসেন্স’ সিনেমার হিন্দি রিমেক এটি। রাজ মেহতা পরিচালিত এই সিনেমায় আরো অভিনয় করেছেন— ইমরান হাশমি, নুসরাত ভারুচা, ডায়না পেন্টি প্রমুখ।

আইএ/ ২৪ মার্চ ২০২৩


আরো খবর: