বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:১১ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

শিক্ষার্থীদের নামে নালিশ করবেন পরীমণি!

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪


ঢাকা, ২৬ নভেম্বর – ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ব্যক্তিজীবনে নানা কারণে বিতর্কের সৃষ্টি করলেও এই নায়িকার ভক্তসংখ্যাও কম নয়। প্রায়শই ভক্ত-শুভাকাঙ্খীদের ভালোবাসায় সিক্ত হতে দেখা যায় পরীকে।

এবারও যেমন তাই ঘটলো! নানুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজের গ্রামের বাড়িতে গেছেন পরীমণি। সেখানেই এক সকালে ঘুম থেকে উঠে বেশ বড়সড় চমকই পেলেন তিনি।

পরিস্থিতিটা এমন ছিল, পরী ঘুম থেকে উঠে দেখলেন বাড়ির চারপাশে দাঁড়িয়ে শিক্ষার্থীরা! অনেকেই চলে এসেছেন দরজার সামনে। সবারই আগ্রহ একজনকে ঘিরে। সেটা অভিনেত্রী নিজেই।

পরীমণির গ্রামের বাড়ি পিরোজপুরে। নানা শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার এই গ্রামে যাওয়া। নায়িকার সময়টা কাটছে পরিবারের সদস্যদের সঙ্গে।

এমনই এক দিনে নায়িকার বাড়িতে পাশের স্কুলের মেয়েরা হাজির। একঝাঁক শিক্ষার্থী এসেছে পরীর সঙ্গে দেখা করতে। পরীও সকলের আবদার রেখেছেন। ঘর থেকে বেরিয়ে গেলেন ছবি তুলতে। সেই মুহূর্তের ভিডিও ধারণ করে নিজের ফেসবুক অ্যাকাউন্টেই শেয়ার করেছেন।

এরপর শিক্ষার্থীদের সঙ্গে ছবি তোলা ও আলাপচারিতার পর বিদায় বেলায় পরী বলেন, ‘বিকাল বেলায় আবারও এসো।’

ভিডিওটি ফেসবুকে পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘আমার জন্য সকাল সকাল নানু বাড়ির উঠানে একরাশ ভালোবাসার ছড়াছড়ি! কী লাগে এক জীবনে আর! আমি তোমাদেরই লোক। এই আমার পরম পাওয়া।’

আইএ/ ২৬ নভেম্বর ২০২৪



আরো খবর: