শিরোনাম ::
রাজনীতি করার অধিকার হারিয়েছে আ.লীগ গলায় ফাঁস দিয়ে ২ সন্তানের জননীর আত্মহত্যা পেকুয়ায় মহেশখালীতে মদ ভেবে কেমিক্যাল খেয়ে মাদক নির্মূল কমিটি সদস্যের মৃত্যু সেন্টমার্টিনকে বাঁচাতে বিধিনিষেধ দেওয়া হয়েছে : উপদেষ্টা টেকনাফে অভিযানে উদ্ধার তাজা রকেট হিট কানাডায় স্ত্রী ও সন্তানকে রেখেই তথ্য গোপন করে বিয়ের পিড়িতে কক্সবাজারের নুর! কক্সবাজার এসএসসি ৯৯ ক্রিকেট টুর্ণামেন্টে বেঙ্গল ৯৯ ও লিজেন্ড ফাইটার্স ৯৯ চকরিয়া’র শুভ সূচনা কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিশু খাদ্য বিতরণ সবার আগে নির্বাচনী সংস্কার দরকার মসজিদে নববীর আদলে করা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৪৯ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার কক্সবাজারের মঞ্জুরুল

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

ঢাকার শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার হয়েছেন আসামি মঞ্জুরুল আলম।

বুধবার (২২ ডিসেম্বর) গভীর রাতে শাহবাগের সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, সাতকানিয়ার শিল্পপতি ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দেলোয়ার হোসেন কক্সবাজারের বাহারছড়ার প্রতারক মঞ্জুরুল আলমসহ ৩ জনের বিরুদ্ধে গত ১৫ ডিসেম্বর রাজধানীর শাহবাগ থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

মামলার বাদি দেলোয়ার হোসেন বলেন, আমাকে হত্যার উদ্দেশ্যে অবরুদ্ধ করে টাকা দাবি করেন মঞ্জুরুল আলমসহ আরও কয়েকজন। তাই আমি মঞ্জুরুলসহ ৩ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করি।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, চট্টগ্রামের সাতকানিয়ার দেলোয়ার হোসেন শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় মঞ্জুরুল আলমকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।

মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি।


আরো খবর: