শিরোনাম ::
শিল্পী সংঘের নেতাদের প্রশ্ন ছুড়ে দায়িত্ব ছাড়তে বললেন বাঁধন হতাহতের সংখ্যা জানতে হাসপাতাল ও কবরস্থানে চিঠি দেবে ট্রাইব্যুনাল চলমান পোলিও টিকা কর্মসূচির মধ্যেই হামলা গাজায়, একদিনে নিহত ২৭ শেখ মুজিবের ছবিতে মন্তব্য করায় ৪ মাসের জেল, পড়াশোনা বন্ধ ২২৩ কিলোমিটার গতিতে আছড়ে পড়ল সুপার টাইফুন ‘ইয়াগি’ শিক্ষার্থীদের সঙ্গে যেসব বিষয়ে মতবিনিময় হলো প্রধান উপদেষ্টার পশ্চিমতীরে মার্কিন নারীকে গুলি করে মারল ইসরায়েলি সেনারা, ব্লিংকেনের নিন্দা সরকারি পুরস্কার ফেরত দেওয়ার হিড়িক কলকাতার শিল্পীদের মণিপুরে ভয়াবহ সংঘাত, বন্দুকযুদ্ধ-ড্রোন-রকেট হামলায় নিহত ৫ এরশাদের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন সালমান শাহ’র মা
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৮ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

শাকিব তো কাউকে আটকে রাখেনি

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪
শাকিব তো কাউকে আটকে রাখেনি


ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – চলতি বছরের শুরুতেই দুইটি সিনেমা নিয়ে পর্দায় হাজির হচ্ছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। এর মধ্যে গেল শুক্রবার মুক্তি পেয়েছে ‘ট্র্যাপ: দ্য আনটোল্ড স্টোরি’। অন্যদিকে আগামী ১৬ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি।

এক মাসেই নিজের দুটি সিনেমা মুক্তিতে বেশ উচ্ছ্বসিত এই চিত্রনায়িকা। অতীতের কথা স্মরণ করে অপু বিশ্বাস বলেন, ‘একটা সময় এক ঈদে আমার পাঁচটি সিনেমাও মুক্তি পেয়েছে। কাজ শুরুর পর থেকে মাসে দু-তিনটা সিনেমা মুক্তি পেত। মাঝে কাজে একটু অনিয়মিত ছিলাম। যার কারণে ধারাবাহিকতা রাখতে পারিনি। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হয়েছি, এখন দম ফেলার সময় পাচ্ছি না।’

দুই সিনেমাতে দুটি ভিন্ন চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। তার কথায়, ‘দুটি ভিন্ন চরিত্রে দর্শকেরা আমাকে দেখতে পাবেন। একটিতে গ্ল্যামারাস লুক অন্যটিতে গ্ল্যামারাসহীন। “ট্র্যাপ” সিনেমায় বর্তমান তথ্যপ্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক দিক তুলে ধরা হয়েছে। আর “ছায়াবৃক্ষ”য় চা শ্রমিকের চরিত্রে দেখা যাবে। তাদের ভয়াবহতা নিয়েই তৈরি হয়েছে এটি।’

নিজের পাশাপাশি অপু বিশ্বাস কথা বলেন শাকিব খানকে নিয়েও। তার মতে, প্রতিনিয়ত এই নায়ক নিজেকে ভাঙছেন। তার প্রশংসায় পঞ্চমুখ অপু বিশ্বাসও। শাকিব প্রসঙ্গে অপু বলেন, ‘যুগে যুগে এমন একজন হার্টথ্রব তৈরি হয়। হার্টথ্রবের জন্য সত্যিই যুগ লাগে। সেই সময়টা আর আসবে না, সেটা বলব না।’

এই চিত্রনায়িকা আরও বলেন, ‘তবে শাকিব খান তো কাউকে আটকে রাখেনি। সে অন্য শিল্পীদের যেভাবে সুযোগ দেয়, অন্যরা যদি তার অবস্থানে থাকত কখনোই সেই সুযোগ দিতেন না এবং মেপে কথা বলতেন না। শাকিব খান বুঝেশুনে কথা বলেন। প্রতিটি মানুষ তার যোগ্যতা দিয়ে আসবে। সে (শাকিব) তার যোগ্যতা দিয়ে আজকের অবস্থানে এসেছেন এবং নিজেকে প্রমাণ করেছে। সে প্রতিনিয়ত প্রশংসিত কাজ উপহার দিচ্ছেন।’

আইএ/ ১৩ ফেব্রুয়ারি ২০২৪





আরো খবর: