ঢাকা, ০৬ অক্টোবর – ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে ছোটপর্দার তারকা আফরান নিশোর ঠান্ডা লড়াইয়ের কথা তো সবারই জানা। গত কোরবানির ঈদে দুই তারকার সিনেমা মুক্তির পর থেকে শুরু হয় তাদের নিয়ে চর্চা। যেটির জন্ম দেন আফরান নিশো। তিনি নাম উল্লেখ না করলেও শাকিব খানের বৈবাহিক জীবন টেনে এনে ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেন, যা নিয়ে পরে হইচই শুরু হয়।
কয়েক মাস পর অবশেষে বন্ধু আফরান নিশো এবং ঢালিউড কিং শাকিব খানকে নিয়ে কথা বললেন বাংলা শোবিজের আরেক জনপ্রিয় তারকা জিয়াউল ফারুক অপূর্ব। যদিও তিনি শাকিব-নিশোর সেই ঠান্ডা লড়াই নিয়ে কিছু বলেননি, শুধু বলেছেন তাদের নিয়ে নিজের পর্যবেক্ষণের কথা। তাও আবার সাংবাদিকের করা প্রশ্নের উপর ভিত্তি করে, অতি উৎসাহী হয়ে নয়।
অনেকেরই হয়তো জানা, খুব শিগগির নিশোর মতো বড় পর্দায় অভিষেক হচ্ছে তার বন্ধু অপূর্বরও। তাও আবার ওপার বাংলার সিনেমা দিয়ে। সিনেমাটির নাম ‘চালচিত্র’। এটি পরিচালনা করছেন টলিউড নির্মাতা প্রতিম ডি গুপ্ত। মজার বিষয় হচ্ছে, প্রথম সিনেমাতেই খল চরিত্রে অভিনয় করছেন অপূর্ব। বর্তমানে কলকাতায় সেটির শুটিং করছেন অভিনেতা।
সেই শুটিংয়েরই ফাঁকে সম্প্রতি ওপার বাংলার গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে শাকিব খান ও আফরান নিশোকে নিয়ে কথা বলেন অপূর্ব। প্রথমে তার কাছে জানতে চাওয়া হয় নিশো সম্পর্কে। জানতে চাওয়া হয়, কলকাতার অনেকেই নিশোকে অপূর্বর সঙ্গে মিলিয়ে ফেলেন। চেহারায় মিল থাকায় আফরান নিশোর মতো পরিস্থিতিতে পড়তে হয়েছে কি না?
এমন প্রশ্নের জবাবে অপূর্ব বলেন, ‘নিশোকে বিড়ম্বনায় পড়তে হয়েছে। অনেকে ওকে অপূর্ব বলে ডাকতো। ওকে বেশ ভুগতে হয়েছে এর জন্য।’
ব্যক্তিগত জীবনে অপূর্ব-নিশো বেশ ভালো বন্ধু। তবে কাজের প্রতিযোগিতা করতে গিয়ে নাকি তাদের মধ্যে ঠান্ডা যুদ্ধও চলে। সে কারণে নাকি দুজনের মাঝেমধ্যে মনোমালিন্য তৈরি হয়। একজন নাকি অন্যজনকে সহ্যও করতে পারেন না সে সময়। সাক্ষাৎকারে এই বিষয়টিও খোলাসা করেছেন অপূর্ব।
অভিনেতা বলেন, ‘থ্যাঙ্ক গড ও নিশো হয়ে উঠতে পেরেছে। আসলে নিশোকে আমিই নিয়ে এসেছিলাম পর্দায়। অভিনেতা হওয়ার আগে থেকে আমরা ভালো বন্ধু। আমি যখন নাটক শুরু করি, তখনই গাজী রাকায়েত ভাইকে বলেছিলাম ওকে (নিশো) নাটকে নেওয়ার কথা। এরপর মাঝে সে অন্য কাজে ব্যস্ত ছিল। পরে আবারও পর্দায় কাজ শুরু করে।’
এরপর আসে শাকিব খানের প্রসঙ্গ। বাংলাদেশে বড়পর্দার হিরো বলতে কি শুধুই শাকিব খান? এমনই প্রশ্ন করা হয় অপূর্বকে। জবাবে অভিনেতা বলেন, ‘আমি শুধু বলতে পারি তিনি সুপারস্টার। লম্বা সময় একটা ইন্ডাস্ট্রিকে ধরে রাখতে দম লাগে। সেই সম্মান তার প্রাপ্য। কেউ কারও থেকে কম বা বেশি নয়। সবার জীবনে উত্থান-পতন থাকে। আজ যে সুপারস্টার, ভবিষ্যতে অন্য কেউ সেই জায়গা নেবে।’
প্রসঙ্গত, কোরবানির ঈদে মুক্তি পায় ছোটপর্দার তারকা আফরান নিশো অভিনীত অভিষেক সিনেমা ‘সুড়ঙ্গ’, আর শাকিব খানের ‘প্রিয়তমা’। সে সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নিশো বলেন, ‘আমি এমন হিরো না যে বিয়ে করে গোপন রাখবো।’ নিশো কারও নাম উল্লেখ না করলেও ক্ষেপে যান শাকিব খানের ভক্তরা। কয়েকদিন ধরে চলে শাকিব ও নিশোর ভক্তদের মধ্যে কথার যুদ্ধ।
পরে সেই যুদ্ধে শামিল হন তারকারাও। দুই ভাগে বিভক্ত হয়ে ছোটপর্দার কয়েকজন তারকা নেন নিশোর পক্ষ। তারা দাবি করেন, শাকিবকে উদ্দেশ্য করে নিশো কিছু বলেননি। অন্যদিকে, বড়পর্দার কয়েকজন তারকা কথা বলেন তাদের সুপারস্টার শাকিব খানের পক্ষে। তবে অপূর্ব ছিলেন চুপ। এবারও তাই। শাকিব-নিশোর প্রশংসা করলেও গেলেন না সেই বিতর্কিত প্রসঙ্গে।
আইএ/ ০৬ অক্টোবর ২০২৩