শিরোনাম ::
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু ও সম্পাদক ফুয়াদ রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নিয়ে ভোলায় জিয়া মঞ্চের লিফলেট বিতরণ  আবারও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা দুই সপ্তাহের জন্য মুম্বাই যাচ্ছেন শাকিব চকরিয়ায় ফিল্মিস্টাইলে গাড়িতে তুলে প্রবাসিকে অপহরণের চেষ্টা- মারধর, পথচারীকে গাড়ি চাপা মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত অন্তত ২, একাধিক নিখোঁজ লন্ডনে সস্ত্রীক মির্জা আব্বাস, জানালেন কবে দেশে ফিরবেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে আবার অবসরের ঘোষণা তামিমের লন্ডনে যাওয়ার সময় চিত্রনায়িকা নিপুণ আটক ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টার সাথে দেশে বিদেশে সম্পাদক নজরুল মিন্টোর সাক্ষাৎ
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

শহরে ডাকাতি প্রস্তিতকালে চারজন গ্রেফতার: সিএনজি জব্দ

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

বিশেষ প্রতিবেদক::

কক্সবাজার শহরের উপকন্ঠে ‘ডাকাতি প্রস্তুতিকালে’ চার ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত দেড়টার দিকে কক্সবাজার কমার্স কলেজের পাকা রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়। ওই সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহ্ত একটি সিএনজি ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

সোমবার বিকালে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আতিকুল ইসলাম ভূঁইয়া সঙ্গী ফোর্সসহ খুরুশকুল রাস্তার মাথায় অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে জানাতে পারেন খুরুশকুল ইউপির ৯নং ওয়ার্ডের কক্সবাজার কমার্স কলেজ, কক্সবাজার এর সামনে পাকা রাস্তার উপর একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে এতদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। ওই সময় পুলিশের টিমটি ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দু’টি সিএনজি যোগে ডাকাতদল পালাতে চেষ্টা করে। ওই সময় চারজনকে গ্রেফতার করা হয়।

এরা হলেন-কোনার পাড়া ফরিদুল ইসলামের ছেলে শরিফ উদ্দিন(২১), হাটখোলা পাড়ার মৃত ওমর হামজার ছেলে মো. ইউনুস(২১), কুলিয়া পাড়া মৃত শামসুল আলমের ছেলে নুরুল আজিম প্রকাশ ডিপজল(২১), ঘোনার পাড়া আব্দুল মালেকের ছেলে তুহিন বিন মালেক(১৭)।

ওই সময় একটি সিএনজি জব্দ করা হয় এবং ১ টি কালো রংয়ের স্টিলের হাতঘোষা, দুইটি টিপ ছুরি,১ টি স্টিলের বাটন স্টিক,৬ টি কালো মাস্ক, ১টি গোলাপি রংয়ের সাদা বলযুক্ত রুমাল উদ্ধার করা হয়।

পুলিশ কর্মকর্তা সেলিম আরও বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামালা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


আরো খবর: