শিরোনাম ::
বান্দরবানে মানবেন্দ্র নারায়ণ লারমার ৪১ তম মৃত্যুবার্ষিকী পালন রোহিঙ্গা ক্যাম্প ও ঘুমধুম ট্রানজিট সেন্টার পরিদর্শনে পররাষ্ট্র সচিব উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার উখিয়ায় পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড উদ্ধার মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দুটি ডাম্বার ট্রাক ও স্কেভেটর গাড়ি জব্দ উখিয়া উপজেলায় বিএনপির জরুরি অবস্থান কর্মসূচির আহ্বান ইমাম-মুয়াজ্জিনদের সম্মানজনক বেতন কাঠামো হবে: ধর্ম উপদেষ্টা ঈদগাঁওতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার ৬৭ রাউন্ড কার্তুজ ‘গোপন বৈঠক’থেকে আটক ১৫ ইউপি সদস্য কারাগারে কক্সবাজারে আবাসিক হোটেলে গোপন বৈঠক : ১৮ ইউপি সদস্য আটক
রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৫:৩৫ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

শহরের সুগন্ধা পয়েন্ট থেকে ৩০ হাজার পিচ ইয়াবা সহ র‍্যাবের হাতে আটক-১

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার শহরের সুগন্ধা বীচ পয়েন্ট থেকে ৩০ হাজার পিচ ইয়াবা টেবলেট সহ বাওয়াই মার্মা (৩৪) মার্মা নামক এক মাদককারবারীকে আটক করেছে র‍্যাব-১৫।

র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার ১৬ মার্চ সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কক্সবাজার শহরের কলাতলী সুগন্ধা বীচ পয়েন্টে এক অভিযান চালিয়ে বাওয়াই মার্মা নামক এক উপজাতি কে গ্রেপ্তার করে। পরে তার কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করে ৩০ হাজার পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করে।

ধৃত বাওয়াই মার্মা বান্দরবানের থানচি উপজেলার পাইমং পাড়ার ফসিউ মার্মা ও হলামে চিং মার্মার পুত্র। ধৃত ইয়াবাকারবারী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, ইয়াবা ট্যাবলেটগুলো টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে বিক্রয়ের জন্য বর্ণিত ঘটনাস্থলে সে অবস্থান করছিল।

গ্রেফতারকৃত মাদককারবারীকে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে চালান দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।


আরো খবর: