পবিত্র শবে বরাতের রাতে কক্সবাজার সরকারি কলেজের সামনে রাস্তার পাশে হামাগুড়ি দিয়ে আকুতি করছিলেন রোগাক্রান্ত ৮০ ঊর্ধ্ব এক বৃদ্ধা। বারবার বলেছিলেন, ‘আমাকে নিয়া যা, আমাকে নিয়া যা।’
বৃদ্ধার আকুতি শুনে আশপাশের লোকজন তাকে রাত ১২টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করে। তবে ভাগ্য নির্ধারণের রাতে বৃদ্ধার আকুতিই (আমাকে নিয়া যা) যেন শুনেছেন সৃষ্টিকর্তা।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার। সৃষ্টিকর্তা তাকে নিয়ে গেছেন দুনিয়া থেকে।
এদিকে ঘটনাটি মুহূর্তেই সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে মানুষ লিখেছেন, ‘আফসোস! যে রাতে কেউ জান্নাত খোঁজে, সে রাতে আবার কেউ জান্নাত ফেলে দেয়!’
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) আশিকুর রহমান জানান, হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা শুরু করা হয়। শরীরের কোথাও আঘাতের চিহ্ন ছিল না। চিকিৎসাকালীন তার মৃত্যু হয়েছে।
হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য নাজমুল জানিয়েছেন, অজ্ঞাতপরিচয় বৃদ্ধার মরদেহ মর্গে রয়েছে। এখনও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সিআইডি সদস্যরা এসে আঙুলের ছাপ নিয়ে গেছে। পরিচয় শনাক্তের কাজ চলছে।