হেলাল উদ্দিন টেকনাফ ::
বাংলাদেশ কোস্ট গার্ড সেন্টমার্টিন স্টেশানের সদস্যরা দ্বীপের পূর্ব দিকে বঙ্গোপসাগরের অদুরে অভিযান চালিয়ে ১ লাখ ২ হাজার ইয়াবা বড়ি সহ ৭ মাদক কারবারিকে আটক করেছে। আটক ৫ মিয়ানমার নাগরিকরা হলেন- কালা মিয়ার ছেলে হামিদ হোসেন (৪২), আব্দুস সালামের ছেলে হোসেন জোহর (১৮), লোকমান হাকিমের ছেলে মোঃ জুবায়ের (২২), জাকারিয়ার ছেলে লাল মোহাম্মদ (২৫), আব্দুর রহমানের ছেলে মোঃ ইয়াছিন (১৯) ও দুই বাংলাদেশী হলেন- লাল মিয়ার ছেলে বসির আহমেদ (৪৫) মোঃ আব্দুর রশিদের ছেলে মোঃ আলম (২০)।
সোমবার ২৫ এপ্রিল সকালে এ অভিযান পরিচালনা করা হয়।
সোমবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লাবিব উসামা আহসাউল্লাহ লেঃ কমান্ডার বি এন।
তিনি জানান, প্রবালদ্বীপ সেন্টমার্টিন স্টেশান কামান্ডার লেঃ রাইয়ান আলমের নেতৃত্বে বঙ্গোপসাগরে বিশেষ অভিযান পরিচালনা করার সময় একটি বোটের গতিবিধি সন্দেহজনক হওয়ায় থামার সংকেত দিলে না থাকিমে বোটের গতি বাড়িয়ে পালানোর চেষ্টা কালে কোস্টগার্ড সদস্যরা বোটকে ধাওয়া করে আটকের পর তল্লাশি চালিয়ে বোট থেকে ১লাখ ২ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করে এ সময় পাচার কাজে জড়িত থাকার অপরাধে বোটে অবস্থান রত ৭ জন মাদক কারবারি কে আটক করতে সক্ষম হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।