মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:০৯ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

র‌্যাবের অভিযানে টেকনাফ যুবদল নেতা শাহীন আটক

নিজস্ব প্রতিবেদক :
আপডেট: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

টেকনাফের হ্নীলা বাজারে নাশকতা ও অরাজকতা সৃষ্টির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার অভিযোগ দায়েরকৃত মামলার আসামী মো. আলম শাহীনকে র‌্যাব-১৫ গ্রেফতার করেছে।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ নভেম্বর রাতে র‌্যাব-১৫, সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার শহরের সদর হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে টেকনাফ উপজেলার হৃীলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ওয়াব্রাং গ্রামের রবিউল হোসেন প্রকাশ আনসার আলীর পুত্র মোহাম্মদ আলম শাহীন (২২) কে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামী গ্রেফতার এড়াতে জেলার বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল। গ্রেফতারকৃত আসামী বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, মোঃ আলম শাহীন টেকনাফ উপজেলার হৃীলা যুবদলের রাজনীতির সাথে জড়িত।


আরো খবর: