বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রোহিঙ্গা শিবিরে আবারও মাঝিকে কুপিয়ে হত্যা

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ১০ জুন, ২০২২

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে রোহিঙ্গা নেতা (হেড মাঝি) আজম উদ্দিনকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৯ জুন) রাত ১০টার পর এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা আজিম উদ্দিন ক্যাম্প-১৮ এর বি ব্লকের হেড মাঝি বলে জানিয়েছেন ৮ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন।

তিনি রোহিঙ্গাদের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার রাতে অজ্ঞাত দুষ্কৃতকারী এসে দেশীয় অস্ত্র দিয়ে রোহিঙ্গাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে রোহিঙ্গারা আহতদের উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেড মাঝি আজিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন বলে তিনি জানান।

এদিকে তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে ৮ এপিবিএন সদস্যরা উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলেও তিনি জানান।


আরো খবর: