শিরোনাম ::
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৯:১৭ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

শহিদ রুবেল::

রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ ও শরণার্থী ক্যাম্পের কার্যক্রম পর্যালোচনার জন্য বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শন করেছেন।

বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এই পরিদর্শনে প্রতিনিধি দল বিভিন্ন এনজিও এবং আন্তর্জাতিক সংস্থার পরিচালিত সেবা কেন্দ্রগুলো পরিদর্শন করে শরণার্থীদের জীবনযাত্রা ও সেবা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে ধারণা নেন।

প্রতিনিধি দলের পরিদর্শনের শুরু হয় ক্যাম্প-৪ এ ইউএনএইচসিআর পরিচালিত ডাটা এন্ট্রি সেন্টার থেকে, যেখানে রোহিঙ্গা শরণার্থীদের তথ্য সংরক্ষণের কার্যক্রমের বিবরণ নেন তারা। এরপর দলটি ইউনিসেফের অর্থায়নে পরিচালিত শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে রোহিঙ্গা শরণার্থী শিক্ষকদের জন্য পরিচালিত প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

এইছাড়াও প্রতিনিধি দলটি ক্যাম্প-৪ ব্র্যাক পরিচালিত রিফিউজি কমিউনিটি সেন্টার, ডাব্লিউএফপি পরিচালিত ই-ভাউচার আউটলেট, এবং ক্যাম্প-১৮ তে আইওএম পরিচালিত রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার পরিদর্শন করেন।

পরিদর্শনের শেষ পর্যায়ে প্রতিনিধি দলটি ক্যাম্প-২০ এর আইওএম পরিচালিত ইনোভেশন ভ্যালি ঘুরে দেখেন। এই ভ্যালিতে নবনির্মিত রোহিঙ্গা শেল্টার এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম পর্যবেক্ষণ করেন। দলটি রোহিঙ্গাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং সেবা কার্যক্রম নিয়ে বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

প্রতিনিধি দলের অনান্য সদস্যদের নধ্যে উপস্থিত ছিলেন, আনা অরলান্ডিনি, প্রধান- ইইউ-ডিজি ইকো-বাংলাদেশ, মাইক আহেরন-টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-ইইউ-ডিজি ইকো কক্সবাজার সাব-অফিস ও পাবলো পাদিন পেরেজ- ফরেন ম্যানেজার-ইইউ ডেলিগেশন টু বাংলাদেশসহ প্রমুখ।
###


আরো খবর: