কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারো অভিযান চালিয়ে ১৫জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে ৮আর্মড পুলিশ ব্যাটালিয়ান(এপিবিএন)।
এপিবিএন বলছেন রোহিঙ্গা ক্যাম্প নিরাপদ রাখতে অপারেশন রুট আউট নামে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
গত তিন দিনে হত্যা মামলার এজাহার নামীয় আসামীসহ ৭৫জন রোহিঙ্গাকে আটক করে জেল হাজতে পাঠানো হয়। এসময় তাদের কাছ তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। ১৫ জনের মধ্যে ৬জন মাদক মামলার আসামী। বাকী ৯জনকে মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিজনকে ১মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
আটককৃতরা হলেন উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হাসান আহমদের ছেলে সাব্বির আহমেদ (২৭), আবু তাহের ছেলে মোঃ ইসমাইল (৪০),করিমুল্লাহ ছেলে হাফিজুল্লাহ (২৩),লাল মিয়াার ছেলে মোহাম্মদ হাসান (৩৩),মৃত আলী জোহার ছেলে মোঃ জাকরিয়া (৩১),ও মোঃ হাশিম এর আব্দুর রহমান (৩১)।এরা সবাই মাদক মামলার আসামী।বাকী নয়জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
৮এপিবিএনের সহকারী পুলিশ সুপার মিডিয়া ফারুক আহমদ বলেন আটককৃত রোহিঙ্গাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়।এদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়।