উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে জসিম উদ্দিন (২৫) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এছাড়া আরেক ক্যাম্পের হেড মাঝি গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে ও বুধবার ভোরে উখিয়ার পৃখক রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পুরো ক্যাম্প এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
নিহত জসিম উদ্দিন উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুল গফুরের ছেলে। গুলিবিদ্ধ রোহিঙ্গা নেতা উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-২ ইস্টের বাসিন্দা মোহাম্মদ সালাম (৩৫)।
এ ব্যাপারে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, বুধবার ভোরে হঠাৎ দুর্বৃত্তরা এসে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতে রোহিঙ্গা নেতা (মাঝি) গুলিবিদ্ধ হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।