শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গুলিসহ তিন রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র-গুলিসহ তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

এ সময় তাঁদের কাছ থেকে ২টি ওয়ান শুটারগান, ১টি দেশীয় তৈরি রিভালবার, ৩ রাইফেলের গুলি, ৪ রাউন্ড পিস্তলের গুলি ও ৩ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলেন উখিয়ার ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৭ ব্লকের বাসিন্দা মোঃ সিদ্দিকের ছেলে মোঃ রহিম (২৪), উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-১০ ব্লকের বাসিন্দা সাবের আহমেদের ছেলে মোহাম্মদ নুর (২৭) ও উখিয়ার ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৬ ব্লকের বাসিন্দা মোহাম্মদ জাফরের ছেলে মোহাম্মদ ফয়েজ (৩২)।

মোহাম্মদ ফয়েজের বিরুদ্ধে উখিয়া থানায় চারটি মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলা বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন জানিয়েছেন। বৃহস্পতিবার(১৫ আগস্ট) রাত সাড়ে ১১টার সময় উখিয়ার বালুর মাঠ পুলিশ ক্যাম্প এলাকায় এ অভিযান চালানো হয়।

১৪ এপিবিএনের সহ অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ আরেফিন জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ধৃত আসামিদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়। এদের বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।


আরো খবর: