শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:৫৮ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রোহিঙ্গাদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলেন ৮ এপিবিএন পুলিশ

সাঈদ মুহাম্মদ আনোয়ার::
আপডেট: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত গরিব ও দুঃস্থ রোহিঙ্গা পরিবারের মাঝে পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশ পুলিশের সহযোগিতায় ৮ আর্মড পুলিশ ব্যাটলিয়ান (এপিবিএন) খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটলিয়ানের অধিনায়ক ও অ্যাডিশনাল ডিআইজি মোঃ আমির জাফর ( বিপিএম) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উখিয়ার বিভিন্ন ক্যাম্পের অপেক্ষাকৃত গরিব ও দুঃস্থ রোহিঙ্গাদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন ।

এ সময় ৮ আর্মড পুলিশ ব্যাটলিয়ানের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার সহ পুলিশ ক্যাম্পের কমান্ডারগণ উপস্থিত ছিলেন।

এপিবিএন পুলিশ জানান, গরিব রোহিঙ্গাদের মাঝে চাল, ডাল, ছোলা, চিনি ও সয়াবিন তৈল বিতরণ করা হয়।

এদিকে ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গারা রমজান মাসে খাদ্য সামগ্রী পেয়ে আনন্দিত হয়ে বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।


আরো খবর: