শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:০১ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রাহুলের ঘরে যাবেন ফ্রান্সের প্রেসিডেন্ট

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
রাহুলের ঘরে যাবেন ফ্রান্সের প্রেসিডেন্ট


ঢাকা, ১০ সেপ্টেম্বর – জি-২০ শীর্ষ সম্মেলনে শেষে দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। ৩৩ বছর পর ফ্রান্সের কোনো প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে এলেন। যেকোনো দেশে সফরকালে স্থানীয় সংস্কৃতি সম্বন্ধে জানতে শিল্পীদের স্টুডিও ভিজিট করেন ম্যাক্রোঁ। আর তারই ধারবাহিকতায় এ সফরে ঢাকায় পা রেখে সবার প্রথমেই তিনি যাবেন ‘জলের গান’-এর সংগীতশিল্পী, গীতিকার ও বাদ্যযন্ত্রী রাহুল আনন্দের ধানমন্ডির বাসার নিজস্ব স্টুডিওতে।

জানা গেছে, রোববার রাত ১০টার দিকে ইমানুয়েল ম্যাক্রোঁ রাহুল আনন্দের স্টুডিওতে যাবেন। এসময় রাহুল আনন্দসহ চারজন শিল্পীর সঙ্গে আধা ঘণ্টার মতো বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের সংস্কৃতি বিনিময় নিয়ে আলাপ করবেন ম্যাক্রোঁ। চার শিল্পীর অন্যরা হলেন আশফিকা রহমান, কামরুজ্জামান স্বাধীন ও আফরোজা সারা। ম্যাক্রোঁ কোনো গান শুনবেন কি না, তা এখনো নিশ্চিত করা হয়নি।

ছাত্র থাকাবস্থায় পিয়ানোতে ডিপ্লোমা নেয়া ম্যাক্রোঁ নিজেও গিটার বাজান। রাহুল আনন্দ যেরকম বাদ্যযন্ত্র তৈরি করেন তা তিনি দেখার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে।

এ বিষয়ে রাহুল আনন্দ বলেন, মহামান্য প্রেসিডেন্টের আসার কথা আমার ঘরে। তাকে স্বাগত জানানোর জন্য যতটা প্রস্তুতি দরকার, আমি নিচ্ছি। তিনি যদি আমাকে কোনো গান শোনাতে বলেন, শোনাব। বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করব।

এর আগে রোববার ঢাকায় পৌঁছে সরাসরি হোটেল ইন্টারকনটিনেন্টালে যান ম্যাক্রোঁ। রাতে সেখানেই ডিনারে অংশ নেবেন। ডিনারের আগে কিংবা পরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শাস্ত্রীয় সংগীত ও নৃত্য পরিবেশন করা হবে।

পরদিন সোমবার সকাল আটটায় ধানমন্ডি লেকে হাঁটবেন তিনি। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন ম্যাক্রোঁ। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। সোমবারই ম্যাক্রোঁর ঢাকা ত্যাগের কথা রয়েছে।

আইএ/ ১০ সেপ্টেম্বর ২০২৩





আরো খবর: