বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১২ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রাশিয়ার কাছ থেকে তেল কিনে ভারতের সাশ্রয় ৫০০ কোটি ডলার

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
রাশিয়ার কাছ থেকে তেল কিনে ভারতের সাশ্রয় ৫০০ কোটি ডলার


নয়াদিল্লি, ১১ মে – গত বছর রাশিয়া থেকে আগের বছরের তুলনায় দশগুণ বেশি তেল আমদানি করেছে ভারত। দেশটির রাষ্ট্রায়াত্ত ব্যাংক ‘ব্যাংক অব বরোদা’ সম্প্রতি এই তথ্য দিয়েছে।

রাশিয়ার কাছ থেকে ডিসকাউন্টে তেল কিনে ভারতের সাশ্রয় হয়েছে ৫০০ কোটি ডলার।

রাশিয়ার ইউক্রেন অভিযানের পাল্টা ব্যবস্থা হিসেবে মস্কোর ওপর কয়েকশ’ নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র ও তাদের পশ্চিমা মিত্ররা। ইউরোপে রুশ তেলের বাজার সংকুচিত হয়ে ওঠে। সেই সুযোগ নিয়ে ভারত ও চিন মস্কো থেকে তেল আমদানি বাড়াতে থাকে।
২০২১ সালে রাশিয়া থেকে মাত্র ২ শতাংশ ক্রুড তেল আমদানি করেছিল ভারত। ২০২২ সালে সেই পরিমাণ ২০ শতাংশে ঠেকেছে বলে জানিয়েছে ব্যাংক অব বরোদা।

গত অর্থ বছরে রুশ তেল আমদানি করে প্রতি টনে ৮৯ ডলার সাশ্রয় করেছে ভারত।

যুক্তরাষ্ট্র ও ইউরোপের বৃহৎ শক্তিগুলোর চাপ উপেক্ষা করেই ভারত রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রেখেছে। এমনকি দিল্লি এখনও ইউক্রেন ইস্যুতে মস্কোর নিন্দা বা সমালোচনাও করেনি।

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ১১ মে ২০২৩

 

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::রাশিয়ার কাছ থেকে তেল কিনে ভারতের সাশ্রয় ৫০০ কোটি ডলার first appeared on DesheBideshe.



আরো খবর: