শিরোনাম ::
বাংলাদেশ নিয়ে ট্রাম্পের মন্তব্যের জবাবে যা বললেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব সাফজয়ী নারী ফুটবলারদের আজ সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করব সাবেক মন্ত্রী মোকতাদির ৫ দিনের রিমান্ডে এবার জাপা চেয়ারম্যানের উপদেষ্টার পদত্যাগ কাতারে মাটির হাড়ি রেস্টুরেন্টের উদ্বোধন চকরিয়ায় অবৈধ বালু উত্তোলন, পাহাড় কাটা, বনভূমি দখল রোধ নিশ্চিতে মাইকিং প্রচারণা চকরিয়ায় অনিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে ঠিকাদারের হুমকি, থানায় জিডি উখিয়া ও সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার জাতীয় পার্টি নিয়ে ষড়যন্ত্র চলছে
শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১১:২৫ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রামু সামাজিক সম্প্রীতি রক্ষায় উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ১০ আগস্ট, ২০২৪

সোয়েব সাঈদ, রামু::

কক্সবাজারের রামুতে সামাজিক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন। সভায় দেশের চলমান পরিস্থিতিতে রামুতে বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা সংগঠিত না হওয়ায় সন্তোষ প্রকাশ করে আগামীতেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দলমত নির্বিশেষে সবাইকে সজাগ থাকার আহবান জানানো হয়। ছাত্র-জনতার ঐতিহাসিক এ বিজয় অক্ষুন্ন রাখতে সবাইকে দেশের কল্যাণে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করতে হবে।

বৃহষ্পতিবার, ৮ আগস্ট সকালে রামু উপজেলা পরিষদের হিমছড়ি সম্মেলন কক্ষে প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক দল, ধর্মীয়, সামাজিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের অংশগ্রহনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুল ইসলাম। সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বীর শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয় এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

সভায় আরও বক্তব্য রাখেন- রামু উপজেলা বিএনপির সভাপতি মোক্তার আহমদ, সাধারণ সম্পাদক আবুল বশর বাবু, রামু উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ফজলুল্লাহ মোহাম্মদ হাসান, সেক্রেটারী আবু নাঈম মুহাম্মদ হারুন, কক্সবাজার জেলা ওলামা অইমা পরিষদের সভাপতি মাওলানা মুহছেন শরীফ, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন, কক্সবাজার জেলা যুবদলের সহ সভাপতি জাবেদ ইকবাল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহসানুল জুবাইর, মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ রফিক, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, যুগ্ন সাধারণ সম্পাদক আল মাহমুদ ভূট্টো, রামু উপজেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি রিটন বড়ুয়া, রামু উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া বোথাম, রামু উপজেলা যুবদলের আহবায়ক জহির আলম, রামু কেন্দ্রীয় কালী মন্দিরের পুরোহিত সজল ব্রাক্ষ্মন চৌধুরী, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের ভিক্ষু শীলপ্রিয় মহাথের, রামু উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জয়নাল আবেদিন, জাদিপাড়া বৌদ্ধ বিহারের চন্দ্রবোধি ভিক্ষু, রামু উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. ছানা উল্লাহ সেলিম ও সংবাদকর্মী আনিস নাইম।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রামু উপজেলা প্রকৌশলী মঞ্জুর হাসান ভূঁইয়া, রামু উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ফোরকান আহমদ, সহ সভাপতি লিয়াকত আলী, সিনিয়র সহ সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ, রামু উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা নুরুল হাকিম, রামু উপজেলা জামায়াতের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সৈয়দ সোহরাব হোসেন, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মো. সাইফুদ্দিন খালেদ, বাংলাদেশ মুসলিম হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রীতি পরিষদের সাধারণ সম্পাদক দোলন ধর, রামু উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আবদুর রহিম, মাওলানা আবুল ফয়েজ, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার আবু বক্কর ছিদ্দিক, বিএনপি নেতা সাইমুন ইসলাম শাহীন, বাবু বড়ুয়া প্রমূখ।


আরো খবর: