সোয়েব সাঈদ, রামু::
রামুতে লোকালয়ে ধরা পড়েছে ২০ কেজি ওজনের অজগর সাপ। শুক্রবার (২৯ এপ্রিল) শুক্রবার সকাল ১১ টায় রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের বৈলতলি চরপাড়া এলাকা থেকে সাপটি উদ্ধার করে বন বিভাগ।
বন বিভাগ জানায়, বড় আকৃতির একটি অজগর সাপ
গ্রামের মৃত জাকের আহমদের লেবু বাগানে প্রবেশ করেছে বলে স্থানীয়রা তাদের অবহিত করে।
এরই প্রেক্ষিতে বাঘখালী রেঞ্জ কর্মকর্তা মো. সরওয়ার জাহানের নির্দেশে বিট কর্মকর্তা রবিউল ইসলাম ও বনকর্মী নুরুল আলমের নেতৃত্বে বনকর্মীরা ১২ ফুট দীর্ঘ ও ২০ কেজি ওজনের অজগর সাপটি উদ্ধার করে।
একইদিন বিকাল ৫ টায় কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারি বন সংরক্ষক ড. প্রান্তুুষ চন্দ্র রায়ের নেতৃত্বে বন বিভাগের একটি দল অজগর সাপটি বাকখালী বিটের মৈষকুম বনভুমিতে অবমুক্ত করে।