রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:২৭ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রামুতে ৪ কোটি ৯৫ লাখ টাকার আইসসহ ইজিবাইক চালক আটক

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১৬ জুন, ২০২৪

কক্সবাজারের রামুতে ৪ কোটি ৯৫ লাখ টাকার আইস নিয়ে এক ইজিবাইক চালককে আটক করেছে বিজিবি। শনিবার (১৫ জুন) এই অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ৩০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।

বিজিবি জানায়, বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে মাঠ পর্যায়ে বিজিবির আভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। যার অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোষ্টের দক্ষিণ দিকে ধুরুমখালী ব্রীজের উপর একটি ইজিবাইক থামানো হয়।

এ সময় ইজিবাইকের চালককে অবৈধ কোন মালামাল আছে কি না জিজ্ঞাসা করা হলে সে অস্বীকার করে। পরবর্তীতে পুঙ্খনুপুঙ্খভাবে তল্লাশী করে চালকের সিটের নীচে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৪ কোটি ৯৫ লাখ টাকা মূল্যের ৯৯০ গ্রাম ক্রিষ্টাল মেথ আইস উদ্ধার করা হয়। সেই সাথে আটক করা হয় ওই ইজিবাইকের চালক মে. রাসেলকে। সে উখিয়া বালুখালী ময়নার ঘোনা এলাকার মোহাম্মদ সেলিমের ছেলে।

আটক আসামিকে ক্রিস্টাল মেথ আইস এবং অন্যান্য মালামালসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তর করা হয়।


আরো খবর: