শিরোনাম ::
পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী
রবিবার, ১১ মে ২০২৫, ১১:১২ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রামুতে হেলপ কক্সবাজার ও গ্লোবাল ইংলিশ লার্নিং সেন্টারের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২

রামু প্রতিনিধি::

রামুতে হেল্প কক্সবাজার ও গেøাবাল ইংলিশ লার্নিং সেন্টারের যৌথ উদ্যোগে “উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে যুব সমাজের ভুমিকাই প্রধান” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ইপসা সিভিক কনসোর্টিয়াম এর সার্বিক সহযোগিতা শুক্রবার (২৫ ফেব্রæয়ারি) বিকাল ৩টায় রামু চৌমুহনী সংলগ্ন গেøাবাল ইংলিশ লার্নিং সেন্টার মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

টানা তিনটি বিতর্কের পর সমাপনী বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হন বিরোধী দলের হাসানুজ্জামান আদিল, অনিন্দিতা বড়–য়া স্নেহা ও আরফাত। এতে রানার আপ হন সরকারি দল সমর্থিত দলের প্রতিযোগি আসাদুল ইসলাম, আফনান ইসলাম নোভা ও জেসিকা আজাদ। এতে শ্রেষ্ট বক্তা নির্বাচিত হন বিরোধী দলীয় দলনেতা আবু সালেহ মোহাম্মদ হাসানুজ্জামান আদিল।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন- গেøাবাল ইংলিশ লার্নিং সেন্টার (জিইএলসি) এর ইংলিশ ট্রেইনার বোরহান উদ্দিন ইমরোজ ও উপদেষ্টা সাংবাদিক সোয়েব সাঈদ। এতে স্পিকারের দায়িত্বে ছিলেন জিইএলসি’র সভাপতি সাহেদুল ইসলাম রায়হান।
বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইপসা সিভিক কনসোর্টিয়াম প্রজেক্ট এর মিল অফিসার মোঃ আবু তাহের ও হেল্প কক্সবাজার এর প্রজেক্ট ম্যানেজার সাদেকুল ইসলাম। অতিথিবৃন্দ বলেন- এ বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে সকল প্রতিযোগিসহ শ্রোতারা উগ্রবাদ ও সহিংসতা সম্পর্কে অবগত হবে এবং সমাজের যুব সমাজ উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ করতে সক্ষম হবে।
বিতর্ক প্রতিযোগিতায় সমন্বয়কারি ছিলেন- জিইএলসি’র সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম, তৌফিকুল ইসলাম, আলাউদ্দিন, ফারহানা সেলিম সামিয়া ও ফাহিমা ইসলাম আরাভি। প্রতিযোগিতায় টাইম কো-অর্ডিনেটর এর দায়িত্ব পালন করেন- জিইএলসি’র উপস্থাপনা সেক্রেটারি আফরাহ বিনতে সামশ। অতিথিবৃন্দ প্রতিযোগিতা বিজয়ীদের ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গেøাবাল ইংলিশ লার্নিং সেন্টার (জিইএলসি) এর সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম। তাঁর সমাপনি বক্তব্যের বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়।


আরো খবর: