শিরোনাম ::
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৬:৩৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রামুতে খাবার খেয়ে বিকেএসপির ১৫ শিক্ষার্থী অসুস্থ

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ১৪ মে, ২০২২

খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)র কক্সবাজারের রামু আঞ্চলিক কেন্দ্রের ১৫ শিক্ষার্থী। মূলত রাতের খাবার খাওয়ার পর থেকে পর্যায়ক্রমে ১৫ জন হাসপাতালে ভর্তি হন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিকেএসপির কক্সবাজারের আঞ্চলিক কেন্দ্রের উপ-পরিচালক আতিকুজ্জামান রুশু।

তিনি জানান, শুক্রবার রাতের খাবার খাওয়ার পর থেকে শিক্ষার্থীরা অসুস্থ হতে শুরু করে। আমরা মনে করেছি সবাই যেহেতু উত্তরের জেলা থেকে এসেছে। সে হিসেবে গরম বা আবহাওয়া পরিবর্তনের ফলে এমনটা হচ্ছে। পরবর্তীতে তাদের অবস্থার অবনতি হলে ১৫ শিক্ষার্থীকে রামু হাসপাতালসহ বিভিন্ন হসপিটালে চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি আরো জানান, এটি বিকেএসপির নতুন কেন্দ্র। এখনো পুরোপুরি চালু হয়নি। অস্থায়ীভাবে এখানে ৮০ জন শিক্ষার্থী রয়েছেন। যারা ক্রিকেট-ফুটবল খেলছে।

এদিকে রামু স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা: নোবেল কুমার বড়ুয়া জানান, রাত থেকে ১৫ শিক্ষার্থীকে ভর্তি করা হয়। তাদের পেটে ব্যথা ও ডায়রিয়ার কারণে চিকিৎসা দেয়া হয়। শিক্ষার্থীদের দাবি, রাতের খাবার খাওয়ার পর থেকে এমনটা হচ্ছে। এখন ১৩ জন ভর্তি আছে। বাকি দুইজনকে ছেড়ে দেয়া হয়েছে। আশা করি বাকিরা দ্রুত সেরে উঠবে।


আরো খবর: