বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রামুতে অগ্নিকান্ডে বসত বাড়ী ভস্মীভূত: ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২

মোঃ নাছির উদ্দিন, রামু::

কক্সবাজারের রামুর পশ্চিম মেরংলোয়া উত্তর পাড়ার মৃত খলিলুর রহমানের কাঠের বসত বাড়ি আগুনে ভস্মীভূত হয়েছে। এতে ক্ষয়ক্ষতির হয়েছে নগদটকাসহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় পশ্চিম মেরংলোয়া উত্তর পাড়য় এ ঘটনা ঘটে। এলাকার আব্দুল্লাহ ইয়াছের বাবু জানান,তাদের পরিবার ও লোকজন ধারণা করেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে। এ খবর রামুর ফায়ার সার্ভিসে জানালে দমকল বাহিনী আসার আগেই বসত বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

মরহুমের ছেলে জয়নাল আবেদীন জানান, তাদের বাড়ির নগদ ৩ লক্ষ ২৭ হাজার টাকাসহ টিভি, ফ্রিজ,কম্পিউটার ও বাড়িতে থাকা বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে নগদটাকাসহ ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ১০ লক্ষ টাকার মালামাল। তাই জয়নাল আবেদীন ও পরিবার সবকিছু হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছে।


আরো খবর: