শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:৪৯ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রাফা ছেড়েছে ৬ লাখ ফিলিস্তিনি

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২১ মে, ২০২৪
রাফা ছেড়েছে ৬ লাখ ফিলিস্তিনি


জেরুজালেম, ১৭ মে – ফিলিস্তিনিদের শেষ নিরাপদ আশ্রয়স্থল রাফায় সব ধরনের আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। স্থল অভিযানের পাশাপাশি আকাশ থেকেও ফেলা হচ্ছে বোমা। এতে বাধ্য হয়ে রাফা ছেড়েছেন ৬ লাখ ফিলিস্তিনি।

তাছাড়া ইসরায়েল গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় সেনা সংখ্যা আরো বাড়ানোর পরিকল্পনা করছে। কারণ তারা সেখানে অভিযান আরো জোরালো করতে চায়। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর ফিলিস্তিনিদের কাছে রাফা ছিল একমাত্র নিরাপদ স্থান। সেখানেও এখন হামলা চালাচ্ছে দখলদার বাহিনী।

গত সপ্তাহে রাফা থেকে অন্তত ছয় লাখ ফিলিস্তিনি অন্যত্র চলে গেছেন। একইভাবে উত্তর গাজা থেকেও সরে যাচ্ছেন বহু ফিলিস্তিনি।

গত ৭ অক্টোবরের পর অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়ে ৩৫ হাজার ২৭২ জনকে হত্যা করেছে ইসরায়েল। তাদের হামলায় আহত হয়েছেন ৭৯ হাজার ২০৫ জন।

এর আগে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি এক প্রতিবেদনে জানিয়েছে, গাজায় নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। সেখানে এখন পর্যন্ত ১৫ হাজারের বেশি শিশু নিহত হয়েছেন।

এমন পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকা গাজায় অভিযান বন্ধে জাতিসংঘের সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। দেশটি বলেছে, দক্ষিণ গাজায় অভিযান অবশ্যই বন্ধ করতে হবে।

সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ১৭ মে ২০২৪





আরো খবর: